আদালতে খাদিজার সাক্ষ্য ৮ জানুয়ারি
হত্যাচেষ্টা মামলায় আগামী ৮ জানুয়ারি কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার সিলেটের মুখ্য মহানগর হাকিম মো. সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।
আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, বৃহস্পতিবার খাদিজাকে আদালতে হাজির করার কথা থাকলেও চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেননি। ফলে তাকে আদালতে হাজির করা হয়নি।
এদিকে ঢাকার বেসরকারি স্কয়ার হাসপাতালে খাদিজার চিকিৎসার দায়িত্বে থাকা নিউরোসার্জন রেজাউস সাত্তার আদালতে সাক্ষ্য দেন।
আদালতকে তিনি জানান, খাদিজা বর্তমানে সাভারের সিআরপিতে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার যে শারীরিক অবস্থা তাতে তিনি আদালতে সাক্ষ্য দিতে পারবেন। এরপর খাদিজাকে আদালতে হাজির হতে আগামী ৮ জানুয়ারি দিন ধার্য করেন বিচারক।
গত ৮ নভেম্বর খাদিজা হত্যাচেষ্টা মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার এসআই হারুনুর রশীদ আদালতে চার্জশিট দাখিল করেন। ১৫ নভেম্বর আদালত চার্জশিট গ্রহণ করেন।
এর ধারাবাহিকতায় হত্যা প্রচেষ্টাকারী বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন গত ২৯ নভেম্বর।
এরপর গত ৫ ও ১১ ডিসেম্বর এই মামলার ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। এই মামলায় মোট ৩৬ জন সাক্ষী রয়েছেন।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর এমসি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় ছাত্রলীগ নেতা বদরুল আলম। খাদিজা সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন