শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আদালতে যাচ্ছে মৌসুমীর ‘লিডার’

আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে মৌসুমী অভিনীত চলচ্চিত্র ‘লিডার’। ছবিটি আনকাট সেন্সর না পাওয়ায় ছবির পরিচালক এখন আইনি পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বেশ কিছু দৃশ্য ছবি থেকে কেটে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছে সেন্সর বোর্ড। ছবির গল্প ঠিক রাখতে এই পরামর্শ গ্রহণ করা সম্ভব নয় বলে মনে করেন পরিচালক।

পরিচালক শিমুল বলেন, ‘প্রায় দুই মাস ধরে সেন্সর বোর্ডের সঙ্গে আমাদের চিঠি চালাচালি হচ্ছে। বেশ কিছু দৃশ্য ছবি থেকে বাদ ও নতুন কিছু বিষয় যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। আমি উনাদের চিঠি দিয়ে বোঝাতে চেষ্টা করেছি যে কোনো কিছু পুনঃসংযোজন করলে সেটি চলচ্চিত্রের জন্য ভালো হবে না। আমি দর্শকদের যে গল্পটা বলতে চাই, সেই গল্পটা বলা হবে না। যে কারণে চলচ্চিত্রটির স্বার্থে আমি কোনো কিছু বাদ দিতে পারব না। আগামী সপ্তাহে আমি আরেকটি চিঠি দেব, যদি ওনারা মেনে না নেন, তা হলে আমি আইনের আশ্রয় নেব।’

শিমুল আরো বলেন, ‘এখন পৃথিবী মানুষের হাতের মুঠোয়। মোবাইলের মাধ্যমে সারা পৃথিবীর ছবি দেখছেন দর্শক। আমরা গল্পনির্ভর ছবি বানাতে পারছি না বলে সিনেমা হলে দর্শক কমে গেছে। এখন আমাদের গল্প কাটাকাটি করে আপনি সেন্সর দেবেন আর সেই ছবিটি দর্শক দেখে হাতে তালি দেখে, এটা কিছুতেই সম্ভব নয়। আমি মনে করি, একজন পরিচালক হিসেবে আমি যদি সুন্দর সময়োপযোগী একটা গল্প বলতে চাই, তাহলে আমাদের সমাজের কিছু চরিত্র উঠে আসবে, কিছু গল্প উঠে আসবে আমাদের সমাজের। এখন যদি বলা হয় যে আপনি শুধু ভালো বিষয়গুলো তুলে ধরবেন, কোনো খারাপ বিষয় দেখানো যাবে না, তাহলে তো আর চলচ্চিত্র নির্মাণ করা যাবে না। শুধু সস্তা প্রেমের গল্প বানাতে তো আমরা চলচ্চিত্রে আসিনি। আমাদের সমাজের জীবনের গল্প নিয়েই ছবি নির্মাণ করতে চাই।’

এ বিষয়ে সেন্সর বোর্ডের সদস্য নাসিরুদ্দিন দিলু বলেন, ‘সেন্সর বোর্ডের নীতিমালায় যা রয়েছে, এই ছবির অনেক কিছুই তার পরিপন্থী। আমরা কারেকশন দিয়েছি। সেগুলো ঠিক করে আনলেই ছাড়পত্র দেওয়া হবে।’

সেন্সর নীতিমালা কতটা সময়োপযোগী জানতে চাইলে তিনি বলেন, ‘এখন চলচ্চিত্র সেন্সর বোর্ডের নীতিমালা আরেকটু আপগ্রেড হতে পারে। যদিও এ বিষয়ে কোনো উদ্যোগ নেই। তবে কোনো কিছু বদল হওযার আগে আমরা নিয়মে যা লেখা আছে, তার বাইরে যেতে পারব না।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন