আদিতমারীতে ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় মামলা
লালমনিরহাটের আদিতমারীতে ছাত্রলীগ নেতা মশিউর রহমান মুশফিক হত্যার ঘটনায় মামলা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মুশফিকের চাচা আকতার হোসেন বাদী হয়ে আদিতমারী থানায় তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন-আদিতমারী উপজেলার ভাদাই এলাকার নাজিম উদ্দিন, কুড়িগ্রামের বড়ভিটা এলাকার আব্দুল্লাহর ছেলে রাজিন আহমেদ রাহি (১৯) ও লালমনিরহাট সদর উপজেলার কলেজবাজার এলাকার আব্দুর রশীদের ছেলে মেহেদি হাসান রুবেল (২০)।
আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আকতার জানান, বৃহস্পতিবার রাতে নাজিম উদ্দিনের কাছে পাওনা টাকা নিতে আসেন লালমনিরহাট সদর উপজেলার কলেজবাজার এলাকার মোজাম্মেল হকের ছেলে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মুশফিক (২৫)। মুশফিকের সঙ্গে একই মোটরসাইকেলে আসেন রাজিন আহমেদ রাহি ও মেহেদি হাসান রুবেল। টাকা লেনদেনের জের ধরে উপজেলার ভাদাই ইউনিয়নের ত্রিমোহনী সেতুবাজার এলাকায় মুশফিককে কুপিয়ে হত্যা করেন নাজিম উদ্দিন। এ ঘটনায় মেহেদি ও রাজিনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো জানান, হত্যার সময় মেহেদি ও রাজিন বাধা না দেওয়ায় এ মামলায় তাদের আসামি করা হয়েছে। নাজিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
লালমনিরহাট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারবিস্তারিত পড়ুন
পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অণুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকবিস্তারিত পড়ুন
ভিক্ষুক মুক্ত হচ্ছে লালমনিরহাট জেলা
মানুষের দ্বারে দ্বারে আর ভিক্ষাবৃত্তি নয়। সরকারই নিচ্ছে ভিক্ষুকের দায়।বিস্তারিত পড়ুন