সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার গবেষণা ও প্রশিক্ষণের উপর জোর দিচ্ছে’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশের মানুষের জন্য আধুনিক মানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার চিকিৎসা গবেষণা ও প্রশিক্ষণের উপর জোর দিচ্ছে।

তিনি বলেন, জনগণের দোরগোড়ায় মৌলিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ আজ সফল। সরকার বর্তমানে সেবার মান উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে কাজ করছে। এজন্য শ্রীলংকার বিশেষজ্ঞদের সহায়তা কামনা করেন মন্ত্রী।

নাসিম আজ মঙ্গলবার শ্রীলংকার কালুথারা জেলার নাগোডায় ন্যাশনাল ইন্সটিটিউট অব হেল্থ সায়েন্স (এনআইএইচএস) পরিদশর্নে গেলে সেখানকার চিকিৎসক, গবেষক ও বিশেষজ্ঞদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চিকিৎসকরা উন্নত বিশ্বের চিকিৎসকদের সমান্তরালে সেবা দেওয়ার যোগ্যতা রাখে। জনগণ এখন দেশের হাসপাতালেই জটিল রোগের চিকিৎসা করানোর সুযোগ পাচ্ছে। আন্তর্জাতিক মানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার যেমন অবকাঠামোগত উন্নয়ন ও অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করে চলেছে, তেমনিভাবে আমাদের চিকিৎসকদের দক্ষতা ও নিষ্ঠাও ব্যাপক অবদান রেখে চলেছে। সেবার মান বাড়াতে চিকিৎসা গবেষণা ও প্রশিক্ষণ খাতে বাজেট বাড়িয়ে সরকার ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন করেছে।

এর আগে সকালে নাগোডায় এনআইএইচএস কার্যালয়ে পৌঁছালে ইন্সটিটিউট পরিচালক ড. বিমল আবেসিরিবর্ধনে মন্ত্রীকে অভ্যর্থনা জানিয়ে বিভিন্ন কক্ষ ঘুরিয়ে দেখান ও তাঁদের কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় এনআইএইচএস শ্রীলংকার স্বাস্থ্যখাতে জনশক্তির দক্ষতা উন্নয়নে প্রধান প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো: নুরুল হক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক আসাদুল ইসলাম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) ফয়েজ আহমেদ, বাংলাদেশে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি এন পারানিথরণ এবং শ্রীলংকার স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও হাসপাতালের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী কালুথারার প্রবীণ স্বাস্থ্য সচেতনতা কেন্দ্র হেলদি লাইফ স্টাইল সেন্টার পরিদর্শন করেন। সেন্টারের পরিচালক ডা: মালিন্দা বীজেসেকারা এসময় মন্ত্রীকে এর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। সেন্টারটি প্রবীণদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা বৃদ্ধি করাসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করে থাকে।

এদিকে মোহাম্মদ নাসিম কালুথারার স্বাস্থ্য অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় এবং স্থানীয় একটি সরকারি স্বাস্থ্য কেন্দ্র কালুথারা বেইস হসপিটাল পরিদর্শন করে সেখানকার প্রাথমিক স্বাস্থ্য সেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন।

এসময় তিনি দায়িত্বরত চিকিৎসক, নার্সদের সাথে কথা বলার পাশাপাশি ক্লিনিকে আগত রোগী ও তাঁদের স্বজনদের কাছ থেকেও সেবার প্রক্রিয়া সম্পর্কে খোঁজ খবর নেন। পরিদর্শনকালে মন্ত্রী স্থানীয়ভাবে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পর্কেও ধারণা নেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ