আনসারদের রেস্ট প্রথা বাতিল হচ্ছে, দাবি-দাওয়ার বিষয়ে সুপারিশ কমিটি
আনসারদের রেস্ট প্রথা বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া তাদের জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির রিপোর্টের ভিত্তিতে বিবেচনা করা হবে।
রবিবার বিকালে সচিবালয়ে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এদিকে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পর আন্দোলন স্থগিত করেছেন আনসার সদস্যরা। এর আগে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত কয়েক হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করেন।
পরবর্তীতে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বিকালে ওই বৈঠক শেষে আনসারদের রেস্ট প্রথা বাতিলের প্রাথমিক সিদ্ধান্তের কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আগের দিন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত আনসার সদস্যদের দাবি-দাওয়ার বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য ১০ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। এই কমিটি আগামী সাতদিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আহ্বায়ক এবং আনসার সদর দপ্তরের পরিচালক (প্রশাসন) জাহানারা আক্তারকে কমিটির সচিব করা হয়েছে।
সদস্য হিসেবে আছেন, আনসার সদর দপ্তরের উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল তসলিম এহসান, ২৭ আনসার ব্যাটালিয়নের (বান্দরবান) পরিচালক রাসেল আহমেদ, সদর দপ্তরের সহকারী পরিচালক (রেকর্ড) মো. আবুল কালাম আজাদ, সাধারণ অঙ্গীভূত আনসার সদস্য কর্তৃক গঠিত আহ্বায়ক কমিটি থেকে চারজন এবং ১৩ আনসার ব্যাটালিয়নের (রাঙ্গামাটি) কোম্পানি কমান্ডার মো. হুমায়ুন কবির শরীফ।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন