আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানসহ ১০ জনের বিচার শুরু
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানীসহ দশজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে এ মামলার অনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম সামছুল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য ৬ এপ্রিল দিন ধার্য করেন। মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সাইফুল ইসলাম প্রকাশসহ ছয়জনকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো— সাইফুল ইসলাম প্রকাশ, আমিনুল ইসলাম, জাহিদুর রহমান, কাজী রেজোয়ান শরীফ, নাইমুল হাসান ও জুনুল শিকদার।
২০১৩ সালের ২৪ ঢাকা ও এর আশপাশে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মুফতি জসিম উদ্দিন রাহমানীর নির্দেশে আল কায়েদা জঙ্গি সংগঠনের আদলে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে সশস্ত্র জিহাদের মাধ্যমে বাংলাদেশে শরিয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জঙ্গি কার্যক্রম পরিচালনা করার ষড়যন্ত্র করছিল।
এ সময় অভিযান চালিয়ে বাংলা টিমের আবু হানিফ ও আসাদুল্লাহসহ নয়জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, প্রশিক্ষণ বই, সাময়িকী, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট মডেম, হ্যান্ডকাফ, অস্ত্র ও গ্রেনেড তৈরির ম্যানুয়াল ও ধারালো চাকু উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানা পুলিশের পরিদর্শক নিবারণচন্দ্র বর্মণ মোহাম্মদপুর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামালা দায়ের করেন।
২০১৫ সালের ৮ মার্চ ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানীসহ দশজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
আসামিরা হলেন— আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানী (কারাগারে), আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আবু হানিফ (কারাগারে), আব্দুল্লাহ আল আসাদুল্লাহ (কারাগারে), আলী আসাদ (জামিনে), সাইফুল ইসলাম প্রকাশ (পলাতক), আমিনুল ইসলাম (পলাতক), জাহিদুর রহমান (পলাতক), কাজী রেজোয়ান শরীফ, (পলাতক), নাইমুল হাসান (পলাতক), জুনুল শিকদার (পলাতক)।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন