আনুশকার ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ লুক প্রকাশ

গতকাল ছিল জনপ্রিয় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার জন্মদিন। এই উপলক্ষ্যে করণ জোহর এক বিশেষ উপহার দিয়ে অবাক করেন নায়িকাকে। করণের আসন্ন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে আনুশকার প্রথম লুক প্রকাশ করা হয় গতকাল।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছবিটি প্রকাশ করেন করণ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আনুশকা। আমাদের সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ থেকে ছবিটি তোমার জন্য।’ ছবিতে দেখা যাচ্ছে, নিবিষ্ট মনে ক্যাফেতে বই পড়ায় মগ্ন ‘এনএইচটেন’ তারকা। সিনেমাটিতে আনুশকার সঙ্গে আরও অভিনয় করেছেন রণবীর কাপুর এবং ঐশ্বরিয়া রাই বচ্চন।
ওদিকে জন্মদিন উপলক্ষ্যে সালমান খানও এক বিশেষ উপহার দেন আনুশকাকে। ‘সুলতান’ ছবির দ্বিতীয় টিজার প্রকাশ করা হয়, যেখানে পরিচয় দেয়া হয় ‘আফরা’ রূপী আনুশকার।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন