আনুশকার কাছে হেরে গেল শাহরুখ!
বলিউড কিং খান শাহরুখ খান বর্তমানে প্যারাগুয়েতে সিনেমার কাজে ব্যস্ত আছেন। সেখানে তিনি ইমতিয়াজ আলির পরিচালনায় কাজ করছেন। সেখান থেকে প্রায়ই সিনেমার বিভিন্ন দৃশ্যের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন শাহরুখ। কিন্তু এবার নিজের হারের কথা স্বীকার করলেন তিনি।
প্যারাগুয়ের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন শাহরুখ। নতুন সিনেমায় ভ্রমণ গাইড হিসেবে কাজ করছেন তিনি। তাই সেক্ষেত্রে বিভিন্ন স্থানে ঘুরাঘুরি তার সিনেমার দৃশ্যতেও পড়ে। নগরীর জেন্টালম্যান ক্লাবে যাবার ক্ষেত্রে একটু দেরি করে ফেলে শাহরুখ খান।
তাই সেই ক্লাবের সামনে গিয়ে এক ছবি তুলে পোস্ট করেন তিনি। সেখানে তিনি লিখে রেখেছেন, মনে করেছিলাম আমি প্রথমে এই ক্লাবে যাব কিন্তু দেখো আরেকজন আমাকে হারিয়ে দিয়েছে।
শাহরুখের সাথে এই সিনেমায় অভিনয় করছে আনুশকা শর্মা। এই নিয়ে তৃতীয়বারের মত পর্দা কাঁপাতে আসছে এই জুটি। এই সিনেমার জন্য তাদের একত্রে প্রকাশিত হয়েছে মাত্র এই একটি ছবি। যেখানে ইতিমধ্যে শাহরুখ নিজের হারের কথা স্বীকার করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













