আনুশকার নতুন সঙ্গী পরমব্রত!

ভারতের ক্রিকেট জগতের মহাতারকা বিরাট কোহলির সঙ্গে বলিউড সুপারস্টার আনুশকা শর্মার প্রণয়ের খবর সবার জানা। দুজনে এখন প্রকাশ্যেই প্রেম করেন; সোশ্যাল সাইটে ছবি আপলোড করেন। কিন্তু এবার নাকি আনুশকার সঙ্গী হতে যাচ্ছেন কলকাতার তুমুল জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়! অবশ্যই সেটা বাস্তব জীবনে নয়; রূপালী পর্দায়।
প্রযোজক হিসেবে তিন নম্বর সিনেমার কাজ শুরু করতে চলেছেন আনুশকা শর্মা। তার এই নতুন ফিল্মের নাম ’পরি’। আনুশকার এই নতুন প্রজেক্টের চমক টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এবছরের জুন মাস থেকেই শুরু হচ্ছে ছবিটির শুটিং। ‘ফিল্লৌরি’তে তার বিপরীতে দেখা গিয়েছিল দিলজিত দোসাঞ্জকে৷ আর ‘পরি’তে থাকবেন পরমব্রত। এই ফিল্মটি পরিচালনা করবেন বলিউডের উঠতি পরিচালক প্রসিত রয়।
প্রসঙ্গত ’কাহানি’ তে বিদ্যা বালানের সঙ্গে অভিনয়ের পর বলিউডে এটা পরমব্রতর দ্বিতীয় কাজ। এবিষয়ে পরমব্রত জানিয়েছেন, “সিনেমাটির স্ক্রিপ্ট ও টিম এর সঙ্গে কাজ করতে উৎসাহী। পাশাপাশি আনুশকার সঙ্গেও কাজ করতে আগ্রহী। খুব শীঘ্রই আমি শ্যুটিং শুরু করব’। ”
গত ১ মে ছিল আনুশকার জন্ম দিন। আর ওই দিনই তার প্রোডাকশনের এই নতুন সিনেমা ‘পরি’ র কথা ঘোষণা করেন অভিনেত্রী। ২৮ বছরের অভিনেত্রী তথা প্রযোজিকা জানাচ্ছেন, ’’পরি ছবির চিত্রনাট্য আমার ভীষণ ভাল লেগেছে, পরিচালক প্রসিতের দৃষ্টিভঙ্গির উপর আমার পুরো ভরসা রয়েছে’’৷
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন