আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মিডিয়া ছাড়ছেন প্রসূন আজাদ

আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মিডিয়াকে বিদায় জানাচ্ছেন প্রসূন আজাদ। একই সাথে দেশের সীমানাও ছেড়ে যাচ্ছেন ছোট পর্দার এই তারকা। আজ বৃহস্পতিবার০ রেডিও স্বাধীন ৯২.৪ এফএম-এর ‘উড়াধূরা ভালবাসা’ অনুষ্ঠানে অংশ নিয়ে দেশ ছাড়ার ও মিডিয়া ছাড়ার ঘোষণা দেবেন তিনি। প্রসূন আজাদ বরাবরই ঘটনার জন্ম দিয়ে গেছেন। এবার দিলেন নতুন ফ্লেভারের ঘটনার জন্ম।
এটি সরাসরি প্রচার হবে রাত ১১টা থেকে। যেখানে প্রসূন বলবেন নিজের জীবনের ভালোবাসার গল্প। জানাবেন, এই শহর ও মিডিয়া ছেড়ে যাওয়ার কারণ।
দেশ এবং মিডিয়া থেকে বিদায় নিচ্ছেন সম্ভাবনাময়ী প্রসূন আজাদ। কারণ, প্রবাস থেকে তাকে ডাকছেন ভালোবাসার মানুষ! তিনিও প্রস্তুত ছুটে যেতে। তবে তার আগে পুরো বিষয়টি জানাতে এবং আনুষ্ঠানিক ঘোষণা দিতে তিনি বেছে নিয়েছেন এফএম রেডিওকে! যেখানে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়েই তিনি বিদায় নিচ্ছেন সবার কাছ থেকে।
জানা যায়, অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসকারী সরকার সান নামের এক প্রবাসী বাঙালির সঙ্গে মজবুত প্রেমের সম্পর্ক রয়েছে প্রসূন আজাদের। সম্পর্কটিকে আমরণ বেঁধে রাখার জন্যই এবার সেখানে যাচ্ছেন। এই যাত্রায় স্থায়ীভাবে বসবাস শুরুর ইঙ্গিতও রয়েছে তার কথায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন