আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন হিলারি ক্লিনটন
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম বড় কোনো দলের প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হলেন একজন নারী।
বিবিসি জানায়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়া হয়। ওই সম্মেলনের যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেরই ডেমোক্র্যাটদের সমর্থন পেয়েছেন হিলারি।
গত সোমবার ফিলাডেলফিয়া শহরের ওয়েলস ফার্গো সেন্টারে শুরু হয়েছে ডেমোক্রেটিক দলের চার দিনব্যাপী জাতীয় সম্মেলন, যার উদ্বোধন করেন বাল্টিমোরের মেয়র স্টেফেনি রাওলিং।
গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের অধিবেশনে হিলারি ক্লিনটনের আনুষ্ঠানিক মনোনয়ন নিশ্চিত করেন তাঁরই প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের অপর মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্স।
অবশ্য, গত সোমবার ডেমোক্রেটিক দলের প্রথম দিনের অধিবেশনে বার্নি স্যান্ডার্স হিলারিকে সমর্থন দিয়ে বক্তব্য রাখেন। ওই সময় বার্নির সমর্থকরা বিক্ষোভ করে।
আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণার পর বক্তৃতা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও হিলারির স্বামী বিল ক্লিনটন। বক্তৃতায় বিল প্রেসিডেন্ট হিসেবে হিলারির যোগ্যতার কথা তুলে ধরেন। এ সময় তিনি হিলারির সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টিও স্মরণ করেন।
বিবিসি জানায়, ডেমোক্রেটিক সম্মেলনে চার হাজার ৭৬৫ ডেলিগেট ভোট দেন। দলের মনোনয়ন পেতে দুই হাজার ৩৮৩ ডেলিগেটের সমর্থন প্রয়োজন।
সম্মেলনের আগেই প্রয়োজনীয় ডেলিগেটের সমর্থন জোগাড় করেন হিলারি ক্লিনটন। তিনি দুই হাজার ৮০৭ ডেলিগেটের সমর্থন পেয়েছেন। এর মধ্যে ৬০২ জন সুপার ডেলিগেট। অন্যদিকে মনোনয়ন দৌড়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকা বার্নি স্যান্ডার্সের ঝুলিতে ছিল এক হাজার ৮৯৪ ডেলিগেটের সমর্থন। তাই সম্মেলনে হিলারি ক্লিনটনের মনোনয়ন ছিল অনুষ্ঠানিকতা।
এর পরও বার্নি স্যান্ডার্সের সমর্থকরা আশায় বুক বেঁধে হাজির হয়েছিল ফিলাডেলফিয়ায়। সম্মেলনের কাছে তারা বিক্ষোভ করে। তবে বার্নি স্যান্ডার্সের বক্তৃতায়ই আশাহত হয় এই সমর্থকরা।
বিশ্লেষকদের মতে, ডেমোক্রেটিক সম্মেলনে হিলারি ক্লিনটনের প্রতি প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের সমর্থক দলের শক্তিশালী অবস্থানের কথাই তুলে ধরেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন