আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহর দশকপূর্তি
কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৭ সালের ২৫ জুলাই ওয়ানডে অভিষেক হয়েছিল তাঁর। আজ মঙ্গলবার পূর্ণ হলো মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০ বছর। দারুণ একটি মাইলফলক স্পর্শ করে খুবই তৃপ্ত এই অভিজ্ঞ ব্যাটসম্যান। শোনালেন আশার বাণীও, ভবিষ্যতেও দেশকে আরো সাফল্য এনে দিতে চান তিনি। অবশ্য এটাও বলতে ভোলেননি, ভবিষ্যতে আরো অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাঁর জন্য।
কদিন আগে কোমরে চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল মাহমদউল্লাহকে। আশার কথা, তাঁর এই চোট খুব একটা গুরুতর নয়। অবশ্য কিছুটা অসুস্থতা এখনো রয়েছে তাঁর। এই অসুস্থতা নিয়েও সংবাদমাধ্যমের দাবি মেটালেন তিনি, ‘বাংলাদেশের জার্সি গায়ে এক দশক পার করলাম। যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে, সত্যিই তা আমার জন্য অনেক বড় ব্যাপার। চেষ্টা করব আরো কিছুদিন দেশের হয়ে খেলতে, সাফল্য এনে দিতে।’
দারুণ একটি মাইলফলক স্পর্শ করে দায়িত্বটাও বেড়ে গেছে বলে মনে করেন তিনি, ‘এখন দায়িত্বটা বেড়ে গেছে আমার। যে কয় বছর খেলব, আরো দায়িত্ব নিয়ে যেন ভালোভাবে পালন করতে পারি—সে চেষ্টা করব।’
ক্যারিয়ারে দীর্ঘ এক দশক পার করলেও এখনো লড়াই থেমে নেই বলেও জানালেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান, ‘সত্যি কথা বলতে কি, আন্তর্জাতিক ক্রিকেটটাই এমন। কখনোই থিতু হতে পারবেন না। প্রতিদিনই আপনাকে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। সেভাবেই আমি চেষ্টা করছি নিজেকে মেলে ধরার।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন