আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রচার হল তামিম ইকবালের ইংল্যান্ড ছাড়ার কথা

বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে তামিমকে নিয়ে সংবাদ প্রচার করার পর এবার বাদ পড়েনি বিদেশী সংবাদমাধ্যমগুলো।
এসেক্সের হয়ে খেলতে গিয়ে হামলাতঙ্কে দেশে ফিরছেন বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। রাতে খাবার খেতে গিয়ে ধাওয়া করা হয় তাদের। এমনকি তামিমের স্ত্রীর উপর এসিড নিক্ষেপের চেষ্টা করা হয়েছিলো, এমন খবরও উঠে এসেছে। যদিও এর সবকিছুই অস্বীকার করেছেন তামিম।
ন্যাটওয়েস্ট ব্লাস্ট টি-২০ টুর্নামেন্টে খেলতে গিয়ে এমন ঘটনায় তামিমের হুট করে দেশে ফেরা নিয়ে সরব ক্রিকেট বিশ্বের শীর্ষ সংবাদমাধ্যমগুলো। যদিও তামিমের উপর হামলার চেয়ে, তামিমের জবানবন্দীর উপরেই প্রাধান্য দিয়েছে তারা। সবগুলো সংবাদমাধ্যমেই উঠে এসেছে তামিমপত্নীর উপর এসিড নিক্ষেপের চেষ্টার ব্যাপারটি।
যুক্তরাজ্যের শীর্ষ সংবাদমাধ্যম ডেইলি মেইল তাদের ‘এসেক্সে এক ম্যাচ খেলার পর ‘‘এসিড নিক্ষেপ’’ আতঙ্কে দেশ ছেড়েছেন তামিম’ শীর্ষক প্রতিবেদনে জানিয়েছে, তামিমের স্ত্রী আয়েশা ইকবাল হিজাব পরায় আক্রমণকারীদের জন্য ‘ইস্যু’ হয়ে ওঠে। পরবর্তীতে তাদেরকে ধাওয়া করা হলে কোনরকমে পালিয়ে বাঁচে। এর পরপরই দেশে ফেরার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটসম্যান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন