আন্তর্জাতিক ম্যাচ খেলার আত্মবিশ্বাস পেয়ে গেছেন মোসাদ্দেক
ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে রানের দেখা পেতে খুব বেশি ঘাম ঝরাতে হয় না তাকে। বয়স কম হলেও ঘরোয়া ক্রিকেট মানেই ব্যাটিং ভরসার নাম মোসাদ্দেক হোসেন। গেল প্রিমিয়ার লিগেও চ্যাম্পিয়ন আবাহনীর হয়ে ব্যাট হাতে আলো ঝরিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। জাতীয় দলে ডাক পাওয়াটাও তাই সময়ের ব্যাপার ছিলো।
আফগানিস্তান সিরিজেই এসেছে সুযোগ। আফগানদের বিপক্ষে সেরে নিয়েছেন ওয়ানডে অভিষেক। এ মিশনেও সফল তরুণ এই বাংলাদেশ ক্রিকেটার। অভিষেকেই খেলেছেন হার না মানা ৪৫ রানের ইনিংস। বল হাতেও নিয়েছেন দুই উইকেট। সব মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য আত্মবিশ্বাস আগের চেয়ে বেড়েছে বলে দাবি ডানহাতি এই অলরাউন্ডারের।
আর এই আত্মবিশ্বাস আসতে শুরু করেছে গেল প্রিমিয়ার লিগ শেষ করার পর থেকেই। মোসাদ্দেক বলছেন, ‘আসলে প্রিমিয়ার লিগ শেষ করার পর থেকেই আমার মনে হচ্ছিলো আমি আত্মবিশ্বাসী। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত আছি। এটা খুব ভালো হয়েছে যে আফগানিস্তানের সঙ্গে সুযোগ পেয়েছি। শুরুটা ভালো হয়েছে বলে আন্তর্জাতিক ম্যাচের জন্য আত্মবিশ্বাস আগের চেয়ে বেড়েছে।’
অলরাউন্ডার হিসেবেই বাংলাদেশ জাতীয় দলে সুযোগ হয়েছে ২০ বছর বয়সী মোসাদ্দেকের। দলে তার কাজটা কি দুই ম্যাচ খেলেই অনেকটা বুঝে ফেলেছেন মোসাদ্দেক, ‘অলরাউন্ডার হিসেবেই দলে সুযোগ পেয়েছি। ব্যাটিং ছিল প্রথম অংশ। ব্যাটিংয়ে কি করেছি, সেটা ফিল্ডিংয়ে নামার পর ভুলে গেছি। তখন আমার কাজ বোলিং ও ফিল্ডিং। বোলিংয়ে আমার যেটা কাজ, সেটা করার চেষ্টা করেছি।’
অভিষেক ম্যাচ বলে খুব বেশি চাপ নেননি মোসাদ্দেক। কোচ চান্দিকা হাতুরুসিংহের পরামর্শ মতে প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলাটাই খেলতে চেয়েছেন তিনি, ‘অভিষেক ম্যাচের আগে কোচ আমাকে বলে দিয়েছিলেন যে “প্রথম ম্যাচ, পারফরম্যান্স নিয়ে চিন্তা করো না। তোমার স্বাভাবিক খেলাটা খেলো, উপভোগ করো। আবাহনীতে যেভাবে খেলেছো, সেভাবেই খেলার চেষ্টা করো। পারফরম্যান্স গুরুত্বপূর্ণ নয়, আজকের ম্যাচটা উপভোগ করো।” আমিও উপভোগ করার চেষ্টা করেছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন