বুধবার, জুলাই ৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আন্দোলনের পেছনে ষড়যন্ত্র রয়েছে: পুলিশের ধারণা

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোষাক শ্রমিকের আন্দোলনের পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে ধারণা করছে পুলিশ। শ্রমিকদের আন্দোলন ও গার্মেন্ট কারখানা বন্ধের প্রেক্ষিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, কতিপয় উচ্ছৃঙ্খল শ্রমিক অযৌক্তিক কিছু দাবি তুলে বেশ কয়েকদিন ধরে আশুলিয়া শিল্প এলাকায় আন্দোলনের নামে পোশাক শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র করছে।

তাদের দাবির বিষয় জানতে কয়েকটি সংবাদ সম্মেলন করেও স্পষ্ট কোন কিছু জানা যায়নি। আজ বুধবার বেলা ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডম পুলিশ ফাঁড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পরিকল্পিতভাবে আন্দোলনের নামে সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটি বিশেষ মহল এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ করে পুলিশের এ কর্মকর্তা বলেন, আন্দোলনের নামে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে অযৌক্তিক আন্দোলনকারীদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারকে সহযোগিতার জন্য পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিকভাবে মাঠে রয়েছে বলেও জানান তিনি। চলমান শ্রমিক আন্দোলনকে অবৈধ উল্লেখ করে পুলিশ সুপার আরও বলেন, কাজ বন্ধ রেখে অযৌক্তিক আন্দোলনকারী শ্রমিকদের কোন প্রকার অর্থ প্রদান করা হবে না।

সংবাদ সম্মেলনে ৪৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অতিরিক্ত পরিচালক মেজর মো. ফজলুল করিম বলেন, শিল্প এলাকার উত্তপ্ত পরিস্থিতি নিরসনে মঙ্গলবার রাত থেকেই ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা শিল্প এলাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলোর টহল জোরদার করেছি। এদিকে নিরাপত্তার কারণে বুধবার সকাল থেকে শিল্প এলাকার আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে বেলা বাড়ার সাথে পুলিশ প্রহরায় সীমিত আকারে যান চলাচল করছে।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন ধরেই আশুলিয়ায় তৈরি পোষাক কারখানার শ্রমিকরা আন্দোলন চালিয়ে আসছিল। তাদের আন্দোলনের প্রেক্ষিতে মঙ্গলবার (২০ ডিসেম্বর) তৈরি পোষাক উৎপাদন ও ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ অনির্দিষ্টকালের জন্য আশুলিয়ার ৫৫টি গার্মেন্ট বন্ধ ঘোষণা করে। সে সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার সকালে গার্মেন্ট কারখানাগুলোয় বন্ধের নোটিস ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত র‌্যাব, বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা