বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আন্দোলনের পেছনে ষড়যন্ত্র রয়েছে: পুলিশের ধারণা

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোষাক শ্রমিকের আন্দোলনের পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে ধারণা করছে পুলিশ। শ্রমিকদের আন্দোলন ও গার্মেন্ট কারখানা বন্ধের প্রেক্ষিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, কতিপয় উচ্ছৃঙ্খল শ্রমিক অযৌক্তিক কিছু দাবি তুলে বেশ কয়েকদিন ধরে আশুলিয়া শিল্প এলাকায় আন্দোলনের নামে পোশাক শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র করছে।

তাদের দাবির বিষয় জানতে কয়েকটি সংবাদ সম্মেলন করেও স্পষ্ট কোন কিছু জানা যায়নি। আজ বুধবার বেলা ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডম পুলিশ ফাঁড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পরিকল্পিতভাবে আন্দোলনের নামে সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটি বিশেষ মহল এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ করে পুলিশের এ কর্মকর্তা বলেন, আন্দোলনের নামে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে অযৌক্তিক আন্দোলনকারীদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারকে সহযোগিতার জন্য পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিকভাবে মাঠে রয়েছে বলেও জানান তিনি। চলমান শ্রমিক আন্দোলনকে অবৈধ উল্লেখ করে পুলিশ সুপার আরও বলেন, কাজ বন্ধ রেখে অযৌক্তিক আন্দোলনকারী শ্রমিকদের কোন প্রকার অর্থ প্রদান করা হবে না।

সংবাদ সম্মেলনে ৪৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অতিরিক্ত পরিচালক মেজর মো. ফজলুল করিম বলেন, শিল্প এলাকার উত্তপ্ত পরিস্থিতি নিরসনে মঙ্গলবার রাত থেকেই ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা শিল্প এলাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলোর টহল জোরদার করেছি। এদিকে নিরাপত্তার কারণে বুধবার সকাল থেকে শিল্প এলাকার আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে বেলা বাড়ার সাথে পুলিশ প্রহরায় সীমিত আকারে যান চলাচল করছে।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন ধরেই আশুলিয়ায় তৈরি পোষাক কারখানার শ্রমিকরা আন্দোলন চালিয়ে আসছিল। তাদের আন্দোলনের প্রেক্ষিতে মঙ্গলবার (২০ ডিসেম্বর) তৈরি পোষাক উৎপাদন ও ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ অনির্দিষ্টকালের জন্য আশুলিয়ার ৫৫টি গার্মেন্ট বন্ধ ঘোষণা করে। সে সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার সকালে গার্মেন্ট কারখানাগুলোয় বন্ধের নোটিস ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত র‌্যাব, বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত