আপত্তিকর প্রস্তাবের মুখোমুখি মিম সহ অনেকেই
‘এমন ঘটনা অহরহই ঘটছে। আপত্তিকর প্রস্তাবের মুখোমুখি অনেকেই হচ্ছেন। সারিকা মুখ খুলেছেন, অনেকেই তা চেপে যাচ্ছেন। নিজের কেরিয়ারের কথা ভেবে চুপ করে থাকছেন। ’ বললেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম।
ছোট পর্দার তারকা সারিকা সাবরিন একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ‘আপত্তিকর’ প্রস্তাব পেয়েছেন। সারিকাকে এই পণ্যের বিজ্ঞাপনচিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ করা হয়। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সারিকা এই ঘটনা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। এই পোস্টে লিখেছেন, ‘শুটিং ডেটের একদিন আগে ক্লায়েন্টের গাড়িতে করে মানিকগঞ্জ (যেখানে যেতে ১ ঘণ্টা+ লাগে মাত্র আমার বাসা থেকে) যাওয়া এবং প্রিভিয়াস ডে অ্যান্ড নাইট তার সাথে সেখানে অবস্থান করার প্রস্তাব প্রত্যাখ্যান করা কি কোনো অপরাধ? এটা কি অপেশাদারিত্ব?’
এরপর সারিকা বলেন, ‘তাদের মুখোশটা খুলে দেওয়া উচিত। মিডিয়ায় আমরা যারা কাজ করি, আমাদের যে কেউ কেউ কী মনে করে, ভাবতে অবাক লাগে। কীভাবে পারে তারা এমন আপত্তিকর প্রস্তাব দিতে? আমরা কি নিজেদের সম্মান নিয়ে মিডিয়ায় কাজ করতে পারব না?’
তিনি আরও অভিযোগ করেন, ‘আপত্তিকর প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় আমি অপেশাদার! এখন তারা আমাকে ফাঁসাতে চাচ্ছে। বিভিন্নজনকে ফোন করে আমার ব্যাপারে উল্টা–পাল্টা বলছে। দোষ করবে তারা, অপরাধ করবে তারা; আবার আর্টিস্টকেই দোষ দেবে?’
এ ঘটনার প্রতিবাদ জানান মিম। আজ বৃহস্পতিবার সকালে তিনি বলেন, ‘ঘটনাটি যেহেতু সামনে এসেছে, আসুন আমরা মেয়েরা যারা মিডিয়ায় কাজ করি, নিজের সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই, সবাই মিলে এসব ঘটনার প্রতিবাদ করি। ’
মিম তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য অভিনয়শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড আর টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনকে আহ্বান জানান।
মিম বলেন, ‘এই পশুদের এখনই রুখতে হবে। তা না হলে মিডিয়ার মেয়েদের ওপর এই পশুদের অত্যাচার বাড়তেই থাকবে। যারা ভবিষ্যতে ছোটপর্দা কিংবা বড়পর্দায় নিজেদের কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছে, তারা কেউ এ পথে পা বাড়াবে না। পরিবার থেকে বাঁধা পাবে। সবমিলিয়ে ক্ষতিগ্রস্ত হবে আমাদের মিডিয়া। ’
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













