আপত্তিকর মন্তব্য করে গ্রেফতারের মুখে রাখি!
বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে মাঝেমধ্যেই খবরের শিরোনামে আসেন রাখি সাওয়ান্ত। তারই জের ধরে ঋষি বাল্মীকি নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য রাখির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল লুধিয়ানার একটি আদালত। এর আগে একই ঘটনায় গত ৩ মার্চ বলিউডের বিতর্কিত অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। শোনা গিয়েছিল, তাঁকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। তবে সে খবর ভিত্তিহীন বলে দাবি করেছিলেন রাখি।
জানা যাচ্ছে, টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে বাল্মীকি সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন তিনি। বন্ধু মিকা সিং সম্পর্কে বলতে গিয়ে টেনে এনেছিলেন বাল্মীকি প্রসঙ্গ। বলেছিলেন, বাল্মীকি যেমন দস্যু থেকে রত্নাকর হয়ে উঠেছিলেন, তেমনি তাঁর বন্ধু মিকার জীবনেও অনেক পরিবর্তন হয়েছে।
এদিকে, বাল্মীকি নিয়ে রাখির এমন বেফাঁস মন্তব্যকে মোটেও ভালোভাবে নেয়নি বাল্মীকি সম্প্রদায়ের মানুষরা। বাল্মীকির সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে রাখি সাওয়ান্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। সেই অভিযোগের ভিত্তিতেই গত ৩ মার্চ প্রথম রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে লুধিয়ানার একটি আদালত। তবে এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়নি। তাই এবার বলিউডের এই বিতর্কিত অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হলো।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন