আপনার যকৃত কী ক্ষতিগ্রস্ত ? বুঝিয়ে দেবে কিছু লক্ষণ
মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ যকৃত। পরিপাক ক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে এই অঙ্গ। এখন আপনার সেই যকৃত কী কোনও কারণে ক্ষতিগ্রস্ত? বুঝিয়ে দেবে কিছু লক্ষণ।
১) একজন গর্ভবতী মতই ফুলে উঠছে আপনার পেটের নিম্নাংশ! তাহলে সাবধান! আপনার যকৃতে হয়তো জল জমছে। একে যকৃতের কিরহোসিস দশা বলে।
২) যদি আচমকা আপনার চোখের মণি, গায়ের চামড়া হলুদ হতে থাকে, তাহলে বুঝবেন আপনার জন্ডিস অবধারিত।
৩) পাঁজরের একটু নীচে পেটের ডানদিকে ব্যথা হলে সাবধান।
৪) হঠাত্ করেই যদি আপনার গায়ের চামড়া কোনও জায়গায় খুব শুষ্ক হয়ে যায়, খোসা খোসা উঠতে থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার লিভারে সমস্যা হয়েছে।
৫) মল ও মূত্রের রং যদি হঠাত করে পাল্টাতে থাকে, তাহলে সাবধান হোন। আপনার যকৃতে কোনও সমস্যা হচ্ছে। ঠিকঠাক পরিপাক হচ্ছে না আপনার।
৬) কিছু খেলেই বমি পাচ্ছে? লিভারে সমস্যা হতে পারে। ফ্যাটি লিভার হয়েছে কি না, পরীক্ষা করিয়ে দেখুন।
৭) খেতে অনীহা। মুখে কোনও রুচি নেই। যকৃতের সমস্যা এর অন্যতম কারণ। অবিলম্বে ডাক্তারের কাছে যান।
৮) কোনও কারণে আপনার দুশ্চিন্তা, মানসিক অবসাদ, ক্লান্তি, উদ্বেগও যকৃতের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন
কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন
জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ
জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন