আপনার হাতে রয়েছে এই বিশেষ চিহ্ন? তাহলে খুব সাবধান
করোষ্ঠী বিদ্যা মনে করে, এই রেখার সঙ্গে সংলগ্নভাবে কিছু বিশেষ চিহ্ন যদি কোনও মানুষের হাতে (পুরুষদের ক্ষেত্রে ডান হাতে, মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতে) থাকে, তাহলে যথেষ্ট চিন্তার কারণ রয়েছে।
করোষ্ঠী বা হস্তরেখাবিদ্যা জ্যোতিষশাস্ত্রের একটি শাখা। এই বিদ্যা অনুসারে, মানুষের হাতের রেখা দেখে তার অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পাওয়া যায়। ডানহাতের একদম ডানদিকের এবং বাম হাতের একেবারে বাঁ দিকের সবথেকে স্পষ্ট রেখাটিকে বলা হয় জীবনরেখা। তর্জনী ও বুড়ো আঙুলের মাঝামাঝি জায়গা থেকে শুরু করে কবজির দিকে বেঁকে গিয়ে সাধারণভাবে এই রেখা বিস্তারিত হয়। কোনও মানুষের আয়ু কতটা দীর্ঘ হবে, তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য কেমন যাবে সেই সম্পর্কে ইঙ্গিত দেয় এই রেখা। করোষ্ঠীবিদ্যা মনে করে, এই রেখার সঙ্গে সংলগ্নভাবে কিছু বিশেষ চিহ্ন যদি কোনও মানুষের হাতে (পুরুষদের ক্ষেত্রে ডান হাতে, মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতে) থাকে, তাহলে যথেষ্ট চিন্তার কারণ রয়েছে। কোন ধরনের চিহ্ন? আসুন, জেনে নেওয়া যাক— এবেলা।
১. জীবনরেখার একেবারে শেষপ্রান্তে একটি ত্রিভুজ: জীবনরেখার একেবারে নীচের দিকে, কবজির কাছে জীবনরেখার গা ঘেঁষে যদি কোনও ত্রিভুজ তৈরি হয়, তাহলে তা গুরুতর শারীরিক সমস্যার ইঙ্গিত। ত্রিভুজটির আকৃতি যদি ছোট হয় তাহলে হার্টের সমস্যার সম্ভাবনা রয়েছে। স্ট্রোকও হতে পারে। ত্রিভুজটি আকারে বড় হলে বুঝতে হবে, রক্তঘটিত কোনও সমস্যায় বারবার অসুস্থ হয়ে পড়তে হবে।
২. জীবনরেখার শেষপ্রান্তে বীজ আকৃতির চিহ্ন: নিজের হাতে জীবনরেখার নীচের অংশে রেখাটির গা ঘেঁষে অথবা সামান্য দূরে কোনও বীজ আকৃতির চিহ্ন দেখতে পাচ্ছেন কি? বীজের আকৃতি যদি ছোট হয়, তাহলে তা জননতন্ত্র ঘটিত কোনও টিউমারের ইঙ্গিতবাহী। যদি ত্রিভুজ জীবনরেখা থেকে একটু দূরে বড় আকৃতির হয়, তাহলে পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা প্রবল।
৩. জীবনরেখার শেষ অংশে তারকা চিহ্ন: জীবনরেখার একেবারে নীচের অংশে যাঁদের তারকা চিহ্ন থাকে, তাঁদের বুকের রোগে ভুগতে হয়। হার্ট বা ফুসফুস সম্পর্কে তাঁদের বিশেষ সতর্ক থাকতে হবে।
৪. যদি জীবনরেখার শেষপ্রান্তের সংলগ্ন অংশ কোঁচকানো হয়, কিংবা নীল শিরা দেখা যায়: এমনটা হলে প্রস্রাবঘটিত সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা, এবং প্রজনন ঘটিত সমস্যার প্রবল সম্ভাবনা থাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন