আপনি এর সমাধান করতে পারেন?

নতুন একটি বুদ্ধি পরীক্ষার ধাঁধাঁ মাতিয়ে রেখেছে ইন্টারনেট জগৎ। একটি ঘোড়া, ঘোড়ার পা এবং রাখালের জুতা- তিনটি চিত্রের মান বের করতে হবে।বিষয়টি শুনে সহজ মনে হলেও, ধাঁধাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে দেখা গেছে- সমাধান নিয়ে একমত হওয়া যাচ্ছে না।
ধাঁধাটিতে মোট চারটি প্রশ্ন রয়েছে, যার প্রথম তিনটি প্রশ্নের উত্তর দেওয়া আছে। শেষ প্রশ্নের উত্তর কেবল বের করতে হবে।
প্রশ্নটি হলো রাখালের এক পায়ের জুতা, একটি ঘোড়া যোগ করে ফলাফলের সঙ্গে ঘোড়ার পা গুন করলে ফলাফল কতো হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, ১২ থেকে ৪৮ এর মধ্যে উত্তর দিচ্ছে সবাই।
এর সঠিক উত্তর হলো ২১। প্রথম প্রশ্নে তিনটি ঘোড়া যোগ করে এর মান দেখানো হয়েছে ৩০, একটি ঘোড়ার মান বের করতে হবে। অর্থাৎ একটি ঘোড়ার মান ১০।
দ্বিতীয় প্রশ্নে ঘোড়ার চার জোড়া পা এবং একটি ঘোড়া যোগ করে এর মান দেখানো হয়েছে ১৮। অর্থাৎ ঘোড়ার দুই জোড়া পায়ের মান ৪।
তৃতীয় প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে ২। এবার চূড়ান্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। সমাধান হলো ১০ + ২ * ৪। স্বাভাবিকভাবে মনে হবে উত্তর ৪৮।
কিন্তু অঙ্কের ‘বদমাস’ (বিওডিএমএএস) নিয়মের কারণে আপনাকে প্রথমে ঘোড়ার দুই পা দিয়ে ঘোড়াকে গুন করতে হবে, এর পরে রাখালের জুতা যোগ করতে হবে। অর্থাৎ উত্তর হবে ১ + (১০*২) = ২১।
মজার বিষয় হলো, দেখা গেছে যারা কখনোই অঙ্ক করেননি- তারাও এর সমাধান বের করে ফেলেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন