আপনি কি আপনার স্ত্রী সম্পর্কে সব জানেন……?
নিজের স্ত্রীকে আপনি হয়ত খুব ভালবাসেন৷ দীর্ঘ প্রেমের পর পরিণয়ের ফলে আপনি হয়ত ভাবছেন তার সম্পর্কে সব আপনি জানেন৷ এমন ভাবনা যদি আপনার মনে থাকে তবে অবিলম্বে তা পরিবর্তন করুন৷ কারণ মেয়েদের কিছু বিষয় কখনই তার স্বামীর পক্ষে জানা সম্ভব হয়ে ওঠে না৷ জেনে নিল মহিলাদের এমনই কিছু সিক্রেট৷
১. মাঝে মাঝেই হয়ত আপনার স্ত্রী হঠাৎ খিটখিটে হয়ে ওঠেন বা বিষণ্ণ হয়ে পড়েন৷ কিন্তু আদতে তিনি তেমন নন৷ আপনি হয়ত ভাবছেন আপনার কোনও আচরণের কারণে তিনি এমন করছেন৷ জেনে রাখুন, এই বিশেষ হয়ে মহিলাদের ঋতুচক্রের কারণে হরমোনের প্রভাবে তিনি ওমন খিটখিটে ব্যবহার করছেন৷
২. আপনার স্ত্রীকে আপনার বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে দেখে আপনার মনে সন্দেহ জাগতে পারে৷ কিন্তু এমন সন্দেহকে মনে জায়গা দেবেন না৷ আসলে আপনার স্ত্রী চান যাতে আপনার বন্ধুরাও তাকে আপনার স্ত্রী হিসেবে পছন্দ করুক৷
৩. স্ত্রী বা প্রেমিকা মোটেও সবজায়গায় আপনার সঙ্গে যেতে পছন্দ করেন না৷ কারণ তিনি মাঝে মাঝে নিজের বন্ধু বান্ধবীদের সঙ্গে ঘুরতে চান৷ এটা বুঝে নিতে হবে আপনাকেই৷
৪. জীবনে প্রাইভেসি সকলেরই প্রয়োজন৷ কিন্তু ছেলেদের চাইতে মেয়েরা প্রাইভেসি বেশি পছন্দ করেন৷ মেয়েরা নিজের দুনিয়ায় সময় কাটাতে বেশি পছন্দ করেন৷
৫. মেয়েরা কখনই নিজের প্রাক্তন প্রেমিক বা স্বামীকে ভুলে যেতে পারেন না৷ তারা কেবল তাকে ভুলে থাকার অভিনয় করেন৷
৬. অন্য কোনোও মহিলার সঙ্গে স্ত্রীর তুলনা একেবারেই করবেন না৷ কারণ মেয়েরা কখনই অন্য মেয়ের সঙ্গে তার তুলনা মেনে নিতে পারেন না৷ এমনকি প্রশংসামূল তুলনা হলেও নয়৷
৭. আপনার স্ত্রী আপনাকে ভীষণ ভালবাসেন৷ কিন্তু জেনে রাখুন, মেয়েরা কাউকে খুব বেশি ভালবাসলে কোনও আঘাতের কারণে তাকে সবচেয়ে বেশি ঘৃণাও করতে পারেন৷ তাই স্ত্রীকে কখনই চটাবেন না৷
৮. মেয়েরা চান পুরুষদ্বারা নিয়ন্ত্রিত হতে৷ এই কারণে ইচ্ছে করেই সম্পর্কে স্বামীকেই বেশি প্রাধান্য দেন মেয়েরা৷ এতে পুরুষও খুশি হন ও তারা সম্পর্কে আরও বেশি মনযোগ দেন৷
৯. পৃথিবীর যেকোনও মেয়েই সারপ্রাইজ ও উপহার পেতে ভালবাসেন৷ তাই স্ত্রীকে খুশি রাখতে মাঝে মাঝে তাকে ছোট্ট উপহার দিতেই পারেন৷
১০. ‘তুমিই আমার চোখে সেরা, তোমার চাইতে সুন্দর আর কাউকে মনে হয় না’৷ শুধু মাত্র এই কথা বলেই যেকোনও মহিলার মন জয় করা সম্ভব৷
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন