আপনি কি কখনো মার্ক জুকারবার্গ কে ফেইসবুক এ ব্লক করেছেন ?
আপনি কি কখনো মার্ক জুকারবার্গ কে ফেইসবুক এ ব্লক করেছেন ? ফেসবুকে মার্ক জুকারবার্গ ব্লক করার চেষ্টা করে একজন “reddit” ব্যবহারকারী, এটা করতে গিয়ে অসম্ভব এক বস্তু আবিষ্কত হয়েছে, যা এখন সোশাল মিডিয়া এর অন্যতম ভায়রাল ।
আপনি চাইলেই ফেইসবুক এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ কে ফেইসবুক থেকে ব্লক করতে পারবেন না । আপনার মনে হতে পারে যে এই বেবস্তা টি ফেইসবুক শুধু তার প্রতিষ্ঠাতা এর জন্য করেছে তা কিন্তু নয় ।
উক্ত “reddit” ব্যবহারকারী ফেসবুক এর চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী ব্লক করতে গিয়ে এক ধরনের ত্রুটিপূর্ণ বার্তা পেয়েছেন , কিন্তু কেন? এ প্রসঙ্গে ফেসবুক মুখপাত্র প্রযুক্তি বিষয়ক ব্লগ মেশাবল কে বলেছেন , এটি করা হয়েছে এই কারণে যাতে করে এমন ধরনের কোন ভাইরাল ক্যাম্পেইনঃ যাতে দাঁড়িয়ে না যায় যাতে করে তাদের কর্তাদের লক্ষ্য করে ভাইরাল ব্লক কার্যক্রম শুরু হয় ।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন