আপনি কি জানেন, আপনার সন্তানের বন্ধু কারা?
যখন আপনার সন্তান বড় হতে থাকে, তখন স্বাভাবিকভাবে নানা বিষয়ে আপনি উদ্বিগ্ন থাকেন। বিশেষ করে সন্তান স্কুলে কাদের সঙ্গে বন্ধুত্ব করছে সে বিষয়ে চিন্তার শেষ নেই। যদি সে বন্ধু হিসেবে ভালো মানুষকে বেছে নেয় তাহলে আপনি নিশ্চিন্তে থাকেন, আর যদি সে খারাপ বন্ধু বাছাই করে, তাহলে প্রতি মুহূর্তেই আপনি চিন্তিত থাকেন। কোনো মা-বাবাই চান না তাঁদের সন্তান খারাপ সঙ্গ বেছে নিক। সম্প্রতি একটি গবেষণা থেকে দেখা গেছে, শিশুরা স্কুলের বন্ধুদের সঙ্গে মিশে ছোটবেলা থেকে যা শেখে, তা থেকেই সে প্রভাবিত হয়। সেই প্রভাব থেকেই শিশুরা বড় হয়ে হয় আগ্রাসী ভাবাপন্ন হয় অথবা বিষণ্ণ মনমানসিকতার হয়ে থাকে। তাই মা-বাবার অবশ্যই খেয়াল রাখা উচিত তাঁর সন্তান কার সঙ্গে মিশছে।
সন্তানের বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে আপনার নজর কেন দেওয়া উচিত সে সম্বন্ধে কিছু দিক তুলে ধরা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
- অনেক শিশু আছে যারা ক্লাস ফাঁকি দেয় এবং এই কাজটি তারা হরহামেশাই করে থাকে। এদের সঙ্গে আপনার সন্তান মিশলে সেও এমন কাজ করবে। তাই খেয়াল করুন আপনার শিশু ঠিকমতো ক্লাস করছে কি না। শিক্ষকদের সঙ্গে নিয়মিত দেখা করুন। যদি বুঝতে পারেন আপনার সন্তান ক্লাসে বারবারই ফাঁকি দিচ্ছে তাহলে বুঝে নেবেন তার বন্ধু বাছাইয়ে ভুল হচ্ছে।
- অনেক শিশু আছে যাদের অন্য শিশুরা ভয় পায়। স্কুলে তারা অন্য শিশুদের ভয় দেখিয়ে অনেক কিছু আদায় করে নেয়। এ বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ এমন শিশুদের সঙ্গে যদি সে মেলামেশা করে তাহলে একটা সময় বিষণ্ণতা তাকে ঘিরে ধরবে। তার কর্মক্ষমতা কমে যাবে। সে হীনমন্যতায় ভুগবে। তাই শিশুদের বিষণ্ণ দেখলে তাদের সঙ্গে কথা বলুন, তার মনে সাহস তৈরি করুন। যাতে সে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে পারে।
- অনেক শিশুর বন্ধু থাকে না। কারণ তারা কারো সঙ্গে মিশতে পারে না। এটা মোটেও ভালো লক্ষণ না। আপনার শিশু একাকিত্বকে বেছে নিচ্ছে কি না সেটা দেখার দায়িত্ব আপনার। সন্তানের সঙ্গে বেশি সময় কাটান, বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যান। যাতে সে মন খুলে সবার সঙ্গে মিশতে পারে।
- একজন ভালো মানুষের সঙ্গ আপনার সন্তানের ভবিষ্যতের জন্য খুবই জরুরি। যার কাছে থেকে সে জ্ঞান অর্জন করতে পারবে, যার ভালো গুণগুলো আয়ত্ত করতে পারবে। তাই সন্তানকে বোঝাবেন সে যেন বুঝেশুনে ভালো মানুষকে বন্ধু হিসেবে বেছে নেয়।
- আপনার সন্তান স্কুলে থাকাবস্থায় যদি নিয়মিত বন্ধুদের সঙ্গে বাইরে আড্ডা দেয়, এই বয়সেই সিনেমা দেখতে যায় বা জন্মদিনের পার্টির কথা বলে, বাসার বাইরে থাকার চেষ্টা করে তাহলে ধরে নেবেন সে খারাপ বন্ধুদের সঙ্গে মেলামেশা করছে। সন্তানের সঙ্গে রাগারাগি না করে তাকে ভালো-খারাপের পার্থক্য শেখানোর চেষ্টা করুন, যা তার ভবিষ্যতের জন্য খুবই জরুরি।
এই সংক্রান্ত আরো সংবাদ
কল-কারখানায় কোনো শিশুশ্রম নেই: প্রতিমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর স্কুল থেকে শেখা বদভ্যাস থামাবেন যেভাবে
স্কুল থেকে শিশুরা জীবনের দিকনির্দেশনা পেয়ে থাকে। প্রয়োজনীয় বিভিন্ন নিয়মকানুনবিস্তারিত পড়ুন