আপনি কি নিয়ম মেনে শ্যাম্পু করেন? জেনে নিন, শ্যাম্পু করার ৫টি নিয়ম

শ্যাম্পু তো করেন। কিন্তু তার নিময়-কানুন জানা আছে কি! তা না থাকলে কিন্তু শ্যাম্পু চুলের ভাল করতে পারবে না। উল্টে খারাপও করতে পারে। সুতরাং,
জেনে নিন ৫টি টিপস।
মেনে চলুন আর আপনার চুলকে করুন আকর্ষণীয়।
১। প্রথমে বাছতে হবে আপনার চুলের জন্য কোন শ্যাম্পুটি প্রয়োজনীয়। তার জন্য আগে দেখে নিন আপনার চুলের চরিত্র।
২। চুল দুর্বল এবং খসখসে চুল হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ শ্যাম্পুতে থাকা বিভিন্ন রাসায়নিক। তাই বেছে নিন নানা প্রাকৃতিক উপকরণের নির্যাসে তৈরি শ্যাম্পু।
৩। বেশি শ্যাম্পু করবেন না। তাতে চুলের নিজস্ব তৈলাক্ত গুণ নষ্ট হয়ে যাবে। খারাপ শ্যাম্পুও সেটা করতে পারে।
৪। আপনার চুলের সর্বত্র শ্যাম্পু লাগানোর দরকার নেই। শুধু তালুতে শ্যাম্পু লাগান এবং ঘষুন।
৫। সপ্তাহে একবার কন্ডিশনার ব্যবহার নয়। প্রতিবার শ্যাম্পুর পরই কন্ডিশনার দেওয়া উচিত।
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন