আপনি কি বেকার? কী করবেন? কী করবেন না?
আপনি কি বেকার? কী করবেন আর কী করবেন না ভেবে মাথা খারাপ হওয়া স্বাভাবিক। রইল কয়েকটি টিপ্স। দেখে নিন, কাজে লাগে কি না।
১. প্রথমেই মনে রাখুন, সর্বদা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন, এটা না-ও হতে পারে।
২. বিভ্রান্ত হবেন না। সঠিকভাবে চিন্তাভাবনা করুন। একটা ভাল পরিকল্পনার প্রয়োজন।
৩. অবসাদে ভুগবেন না। এতে আখেরে আপনারই ক্ষতি। আত্মবিশ্বাসটা বজায় রাখুন। এই অবস্থায় সেটাই আপনার পুঁজি।
৪. নিজের দক্ষতার জায়গাগুলি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখুন।
৫. শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা, এই দু’টির যোগফলে যে চাকরি আপনার জন্য শ্রেষ্ঠ, সেগুলিই বেছে নিন।
৬. যোগ্যতা অনুযায়ী যে চাকরি পেতে পারেন, শুধুমাত্র সেগুলিতেই আবেদন করবেন না।
৭. তার নীচের এবং ঠিক উপরের পদ বা চাকরির জন্যও আবেদন পাঠান।
৮. পরীক্ষা এবং ইন্টারভিউ-এর জন্য নিজেকে খুব ভাল করে তৈরি রাখুন।
৯. মনে রাখবেন, প্রতিটি সুযোগই আপনার কাছে ‘শেষ’ সুযোগ। মরণকামড় দিন।
১০. সবসময়ে হাসিমুখে থাকুন। খুশি থাকুন। মনে রাখুন, আপনি লড়াই করছেন। যুদ্ধে কেউ মনমরা থাকেন না।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন