শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আপনি কি বড়ভাই? ৬ লক্ষণে বুঝে নিন

আপনার যদি একটি ছোট ভাই থাকে তাহলে তা কিছু লক্ষণে বোঝা যায়। অন্য মানুষের তুলনায় আপনি আপনার ভাইয়ের প্রতি মনোযোগী থাকবেন। এ ধরনের কিছু লক্ষণ তুলে ধরা হলো এ লেখায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট।
১. আপনি রক্ষাকর্তা
আপনার ছোট ভাইকে নিয়ে কেউ যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য আপনি সচেষ্ট থাকেন। আপনি আপনার ভাইকে নানা ধরনের ঝামেলা থেকে রক্ষা করেন। এটি বড়ভাই হিসেবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ২০০৭ সালের এক গবেষণায় দেখা গেছে, বড়ভাইয়েরা রক্ষাকর্তা হিসেবে ভালো। তারা পরিবারের শুধু ছোটভাইকেই নয় অন্য সদস্যদের রক্ষা করার জন্যও ভূমিকা রাখে।
২. আপনি একটু বেশি তীব্র
বড়ভাই হিসেবে পরিবারের ছোটভাইটির প্রতি আপনার আশা একটু বেশিই। আর এ কারণেই আপনি মাঝে মাঝে তীব্রভাবে ছোটভাইটিকে ভৎসনা করেন। এসব করতে গিয়ে অনেকেই আপনার সমালোচনা করেন। যদিও বড়ভাই হিসেবে এটা আপনার স্বাভাবিক বিষয়।
৩. আপনি একজন নেতা
বড়ভাই হিসেবে আপনি সর্বদা চান ছোট ভাইটি যেন সঠিক পথে চালিত হয়। আর এ কারণে আপনি নেতৃত্ব গ্রহণ করেন। এ কাজ করতে গিয়ে শুধু ছোটভাই নয়, পরিবারের অন্য সদস্যদের ওপরেও আপনি নেতৃত্ব দেন। এটি আপনাকে একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে।
৪. আপনি প্রতিভাবান
বড়ভাই হিসেবে আপনার ছোটভাইয়ের সামনে নিজেকে উপস্থাপন করতে হয়। আর এ কারণে নানা বিষয়ে আপনার এগিয়ে থাকা অনেকটা কর্তব্য বলেই মনে করেন। আর এতে আপনি নিজেকে প্রতিভাবান হিসেবে আত্মপ্রকাশ করেছেন। গবেষণায় দেখা গেছে, ছোটভাইয়ের তুলনায় গড় আইকিউ স্কোরে বড়ভাইয়েরা এগিয়ে থাকেন।
৫. আপনি একজন সফল ব্যক্তি
পরিবারের বড়ভাই সর্বদা নানা সুযোগ সুবিধা লাভ করেন। মানসিকভাবেও তারা সবল হন। এ কারণে ব্যবসা-বাণিজ্য কিংবা অন্যান্য পেশাদারী বিষয়ে তারা বাড়তি সুবিধা লাভ করেন। এতে তারা সফল ব্যক্তি হিসেবেই প্রতিষ্ঠিত হন।
৬. ছোটভাইয়ের ওপর আপনার বড় প্রভাব রয়েছে
বড়ভাই সর্বদা ছোটভাইয়ের ওপর প্রভাব বিস্তার করে। বড়ভাই ছোটভাইয়ের দায়িত্ব গ্রহণ করে। এতে বড়ভাইকে অনুকরণীয় বলেই মনে করে ছোটভাই। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বড়ভাইয়ের অভ্যাসগুলো ছোটভাই রপ্ত করে নেয়। যেমন বড়ভাই যদি ধূমপান করে তাহলে ছোটভাইকেও ধূমপান করতে দেখা যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

কল-কারখানায় কোনো শিশুশ্রম নেই: প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার

যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন

শিশুর স্কুল থেকে শেখা বদভ্যাস থামাবেন যেভাবে

স্কুল থেকে শিশুরা জীবনের দিকনির্দেশনা পেয়ে থাকে। প্রয়োজনীয় বিভিন্ন নিয়মকানুনবিস্তারিত পড়ুন

  • শিশুকে ‘ডব্লিউ পজিশনে’ বসতে বারণ করুন
  • ছুটিতেও চলুক জ্ঞানচর্চা
  • রাতে জন্ম নেয়া শিশুরা কেন ব্যতিক্রম? জেনে নিন
  • রাতে জন্মানো শিশুরা যেমন হয়
  • ধুলায় বাড়ছে শিশুর কাশি; কী করবেন?
  • বিশেষ যত্নে বড় করুন প্রতিবন্ধী শিশুকে
  • আপনার যে ভুলে সন্তান ক্লাসে অমনোযোগী!
  • যেভাবে আপনার কন্যা শিশুটির ক্ষতি করছে এ যুগের খেলনা
  • ‘আমি স্বাধীনতা দেখমু, আমি যুদ্ধ করুম’
  • শীতে শিশুর প্রস্তুতি
  • শিশুর নাকে পানি ঝরার সমস্যায় কী করবেন?
  • শীতে নবজাতকের যত্নে কী করবেন