আলু, লেবু ও পেঁপের কেরামতি!
এতো যত্নের পরেও অনেকেই পাচ্ছেন না তাদের কাঙ্ক্ষিত ফল । আবার অনেকেই আশাহত হয়ে ছেরে দিয়েছেন রূপচর্চা ।এটা হওয়া স্বাভাবিক কারন-
ক্রমশ বাড়তে থাকা ব্রণ ও পিগমেন্টেশনের সমস্যায় নষ্ট হচ্ছে মুখের সৌন্দর্য। পড়েছে কালো দাগের ছোপও। নতুন করে শুরু হয়েছে অমসৃণ ত্বকের সমস্যা। প্রত্যেক বাড়িতেই এই সমস্যাগুলি নিয়ে জেরবার হতে দেখা যায় মহিলাদের। তার জন্য বিউটি পার্লারে গিয়ে গুচ্ছ গুচ্ছ টাকা না খরচ করেও সমাধান মিলতে পারে বাড়িতে বসেই। ঘরোয়া উপায়েও সমাধানা করা যেতে পারে এসব সমস্যা। তার জন্য বেছে নেওয়া যেতে পারে আলু ও লেবুর মতো সাধারণ ফল। এখন আমরা এগুলির উপকারিতা সম্পর্কে জানবো………………
আলু
– ভিটামিন, বি-কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক ও ফসফরাসের ভান্ডার রয়েছে আলুতে। তাই কোশের পুনর্জীবিকরণে আলুর ভূমিকা অসীম। এমনকী নিয়মিত ব্যবহারে পেলেও পেতে পারেন উজ্জ্বল ও ফর্সা ত্বক।
পদ্ধতি
– পাতলা পাতলা করে আলু কেটে নিতে হবে। এবার আলুর ওই অংশগুলি ত্বকে ঘষতে হবে চক্রাকারে। একটি স্লাইস শুকনো হয়ে গেলে সেটি ফেলে দিয়ে তুলে নিন অপর একটি স্লাইস।
পাতিলেবু
– ভিটামিন C সমৃদ্ধ এই ফলটি কাজ করে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে। যা ত্বকের মেলানিন কমাতে সাহায্য করে। সাইট্রিক অ্যাসিড দূর করে মৃত কোশ। ফলে পাতিলেবুর ব্যবহারে মিলতে পারে পরিষ্কার, ঝকঝকে, উজ্জ্বল ত্বক।
পদ্ধতি
– ডিমের সাদা অংশের সঙ্গে মিশিয়ে নিন এক চামচ ব্রাউন সুগার। তাতে ভালো করে মিশিয়ে নিন এক চামচ লেবুর রস। এবার সারকুলার মোশনে সেটি ত্বকে ম্যাসাজ করুন। এভাবে ১০ থেকে ১৫ মিনিট ম্যাসাজ করার পর মুখ ধুয়ে নিন জল দিয়ে।
পেঁপে
– এই ফলের এনজ়াইম ত্বকের কোশের পুনর্জীবিকরণে বিশেষ ফলদায়ী।
পদ্ধতি
– প্রথমে পেঁপের রস বানিয়ে নিতে হবে। ত্বকের যে অংশে পিগমেন্টেশন রয়েছে লাগিয়ে নিন সেখানে। ১০ মিনিট রেখে দিন এভাবেই। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। উজ্জ্বল ত্বক পেতে এক মাস নিয়মিত এভাবে মুখে লাগাতে হবে পেঁপের রস। তবেই মিলবে ফল।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন