আপন জুয়েলার্সের তিন মালিকের বিরুদ্ধে পাঁচ মামলা

শুল্ক ফাঁকির অভিযোগে আপন জুয়েলার্সের তিন মালিকের বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
আপন জুয়েলার্সের তিন মালিক হচ্ছেন দিলদার আহমেদ, তাঁর ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদ।
এঁদের মধ্যে দিলদারের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। গুলজার ও আজাদের বিরুদ্ধে একটি করে মামলা হয়েছে।
গত ১৪ ও ১৫ মে শুল্ক গোয়েন্দা আপন জুয়েলার্সের গুলশান ডিসিসি মার্কেট, গুলশান এভিনিউ, উত্তরা, সীমান্ত স্কয়ার ও মৌচাকের পাঁচটি শোরুমে অভিযান চালিয়ে সাড়ে ১৩ মণ সোনা ও ৪২৭ গ্রাম হীরা জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দারা জানান, এসব সোনা ও হীরার পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আপন জুয়েলার্সের তিন মালিক।
গত ৬ মে বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন এক তরুণী। এতে অভিযোগ করা হয়, সাফাত, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী আবুল কালাম আজাদকে মামলায় আসামি করা হয়। আসামিদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা এখন কারাগারে। এরই পরিপ্রেক্ষিতে আপন জুয়েলার্সে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন