আফগানদের কাঁদিয়ে পিসিবির গুরু দায়িত্বে বসছেন ইনজামাম?
নতুন একটি প্রস্তাব পেয়েছেন ইনজামাম উল হক। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান ইনজামামকে দিয়েছেন এই বড় প্রস্তাবটি। নতুন কোচ ও বোর্ড সিলেক্টর নিয়োগ নিয়ে ব্যস্ত পাকিস্তানের ক্রিকেট বোর্ড। পিসিবি সভাপতি শাহরিয়ার খান ইনজামামকে নির্বাচক কমিটির প্রধান হওয়ার প্রস্তাব দিয়েছেন।
ইনজামাম আফগানিস্তানের প্রধান কোচ। তার কোচিংয়ে সাফল্য পেয়েছে আফগানিস্তান। আফগান দলের ক্রিকেটারদের কাছে ছায়াদানকারী বটবৃক্ষের মত তিনি।
দলের ক্রিকেটাররা ভাই ভাই বলে বুক ফাটায়। পিসিবির অনুরোধ রাখতে হলে আফগানদলের ক্রিকেটারদের কাঁদিয়ে দেশে আসতে হবে তার। নিজ দেশের ক্রিকেট বোর্ডের বড় একটি দায়িত্বের প্রস্তাব পেয়েছেন তিনি। এর আগে যেটি কখনো পাননি ইনজি।
ইনজামাম এ বিষয়ে পিসিবিকে বলেন, আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের সাথে কথা বলবেন তিনি। সমঝোতার মাধ্যমে আসা যায় কিনা সে জন্য পিসিবির কাছে সময় চেয়েছেন। ইনজামামকে এই প্রস্তাব দেয়ায় খুশি পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। সবকিছু চূড়ান্ত না হলেও এরই মধ্যে অনেকের অভিনন্দন পাচ্ছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন