শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আফগানদের বিপক্ষেই অভিষেক মিরাজ-মোসাদ্দেকের?

ইংল্যান্ড আসার আগে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামিয়ে দেয়া হতে পারে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং মোসাদ্দেক হোসেনকে। বিসিবি সূত্রে এমন তথ্য পাওয়া গেছে।

২১ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে আফগানিস্তান। বল মাঠে গড়াবে ২৫ তারিখ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২৮ তারিখ। শেষ ম্যাচ অক্টোবরের ১ তারিখ।

নির্বাচকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পেসার তাসকিন আহমেদের জন্য দল ঘোষণা করতে দেরি হবে। তার জন্য একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বোর্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে বল করা থেকে নিষিদ্ধ হন তাসকিন। এরপর কিছুদিন আগে অস্ট্রেলিয়া থেকে পুনরায় পরীক্ষা দিয়ে দেশে ফিরেছেন। এই মাসের শেষ সপ্তাহে ফলাফল আসতে পারে। বিসিবি আশা করছে, তাসকিন ছাড়পত্র পাবেন।

কবে নাগাদ তাসকিনের ফলাফল আসবে সেটা নিশ্চিত নয়। সাধারণত পরীক্ষা দেয়ার দুই থেকে তিন সপ্তাহ পরে ফলাফল জানানো হয়। তাসকিন পরীক্ষা দেন ৮ সেপ্টেম্বর।

নিজেদের দেশে খেলা হলে সাধারণত দেরি করে দল ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত সিরিজের আগে ফলাফল না আসলে ১৩ সদস্যের দল ঘোষণা করে তাসকিনের জন্য একটি জায়গা খালি রাখা হবে। যাতে ফলাফল পাওয়া গেলে তাকে দ্রুত দলে নেয়া যায়।

মোস্তাফিজ না থাকায় তাসকিনকে যেকোনো প্রকারে দলে নিতে চাইছে বিসিবি। মাশরাফি, রুবেল, আল-আমিন থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে তাসকিনের গতির সুবিধা নিতে চায় বাংলাদেশ।

শুক্রবার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন হাথুরুসিংহে। তার সঙ্গে আলোচনা করে ২০ সেপ্টেম্বর নাগাদ দল ঘোষণা করতে পারেন নির্বাচকরা।

ঈদের আগে তামিম ইকবালকে নিয়ে চিন্তায় ছিল দল। কিন্তু গতকাল শোনা গেল, আঙুলের ইনজুরি প্রায় সেরে গেছে। আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই ব্যাট হাতে নামবেন বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে তরুণ দুই ক্রিকেটার মিরাজ এবং মোসাদ্দেক হোসেনকে প্রস্তুত করতে পরিকল্পনা করছে বিসিবি। দুজনই অলরাউন্ডার হওয়ায় নির্বাচকরা তাদের সার্ভিস পেতে চাইছেন।

দুই বছর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে হাতেখড়ি হয় মোসাদ্দেকের। এর মধ্যে তিনটি ডাবল সেঞ্চুরি করে ফেলেছেন! দেশের ক্রিকেট ইতিহাসে অন্য কারো এই রেকর্ড নেই। গত বছর এই কীর্তি গড়েন মোসাদ্দেক। এছাড়া ফেব্রুয়ারিতে জাতীয় লিগে রংপুরের বিপক্ষে খেলে ছিলেন ২৫০ রানের ইনিংস, এরপর চট্টগ্রামের বিপক্ষে ২৮৭। সিলেটের বিপক্ষে বরিশালের হয়ে অপরাজিত ২০০। গড় ৭০.৮০! এবারের ঢাকা প্রিমিয়ার লিগে আরো পরিণত মোসাদ্দেককে দেখা গেছে। আবাহনীর হয়ে ছয় নম্বরে ব্যাট করেন। বিপদের সময় কচি কাঁধে ভারি ওজন বহন করে দলকে একাধিকবার টেনেছেন। ৫০ ওভারের এই টুর্নামেন্টে এক পর্যায়ে তার গড় ছিল ৮৬.২০! এর আগে তাকে দিয়ে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলানো হয়েছে। ওই ম্যাচে ১৫ বলে ১৫ করেছিলেন।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন মিরাজ। বিশ্বকাপের পর সেই আলোচনা জমে খির। টুর্নামেন্টে ১৭.৬৬ গড়ে ১২ উইকেট নেন। চারটি অর্ধশতকসহ ৬০.৫০ গড়ে করেন ২৪২ রান। ২০১৩ সালের এপ্রিলে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে অভিষেক হয়। ৫৬ ম্যাচে ২০.৯০ গড়ে ৮০ উইকেট নিয়ে যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেটও তার। পাশাপাশি ২০ গড়ে ১ হাজার ৩০৫ রানের মালিক তিনি। এমন একটা মিরাজকে আর বসিয়ে রাখতে চাইছে না বিসিবি।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি