আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা

আর মাত্র কয়েক ঘণ্টা পর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশের জয়ে অবদান রাখবেন কারা? সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরমেন্স, সাব্বির রহমানের মারকুটে ব্যাটিং আর রুবেল হোসেনের বৈচিত্র্যময় বোলিং হতে পারে সফরকারী আফগানিস্তানের জন্য দুশ্চিন্তার কারণ। অন্যদিকে, মোহাম্মদ নবী, ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ, লেগ স্পিনার রশিদ খান আফগানদের মূল ভরসা। প্রথম ম্যাচের স্পটলাইটের ক্রিকেটারদের নিয়ে এবারের প্রতিবেদন।
দীর্ঘ বিরতির পর ক্রিকেট ফিরছে মিরপুর শের-ই-বাংলায়। টিম বাংলাদেশের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের ফরম্যাট ওডিআই ক্রিকেটে আফগানদের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী। তবে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর সফল হওয়াটা কিছুটা চ্যালেঞ্জেরও বটে।
সেই চ্যালেঞ্জে সফল হতে টিম বাংলাদেশের প্রধান সৈনিক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মিডল অর্ডারের বড় শক্তি বটেই আর বোলিংয়ে ওয়ানডে ফরম্যাটে আর মাত্র দুটি উইকেট পেলেই বিরল এক রেকর্ড গড়বেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওডিআইতে সর্বোচ্চ উইকেট শিকারি আব্দুর রাজ্জাককে পেছনে ফেলে দেশের হয়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই সর্বোচ্চ উইকেট শিকারির মালিক হবেন তিনি।
টাইগারদের ব্যাটিংয়ে সাব্বির হতে পারেন তুরুপের তাস। ২৩ ওয়ানডে খেলে ৩২.১৩ গড়ে ৪৮২ রান করেছেন এই মারকুটে ব্যাটসম্যান। এই ফরম্যাটে এখনো কোন সেঞ্চুরির দেখা না পেলেও টপ অর্ডারে তার একটি দায়িত্বশীল ইনিংস গড়ে দিতে পারে দলের জয়ের ভিত।
সিরিজের বাইরে মিস্টার কাটার মুস্তাফিজ। আফগান ব্যাটসম্যানদের বধ করতে পেসার রুবেল হোসেনের ওপর ভরসা রাখবেন স্কিপার মাশরাফি। গেলো বছর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ওডিয়াই খেলেছেন রুবেল। ৬৭ ওয়ানডেতে ৮৭ উইকেটের মালিক রুবেল ডেথ ওভারে কতটা ভয়ঙ্কর, তা প্রমাণ করেছিলেন ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে। তাই এবার নিজের বাউন্সার, ইয়র্কার আর নতুন অস্ত্র বাটারফ্লাই দিয়ে কাবু করার সর্বোচ্চ চেষ্টা চালাবেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ঘায়েল করতে।
এদিকে, প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে হারিয়ে আফগানিস্তান সতর্কবাণী দিয়ে রেখেছে যে, টিম বাংলাদেশের জন্য তারা সহজ প্রতিপক্ষ হবেনা। মাশরাফিদের জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। ৬৭ ওয়ানডেতে ১৬০৩ রান করা নবীর ১টি সেঞ্চুরিও আছে। উইকেট শিকার করছেন ৬৩ টি। প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে সফল না হলেও বল হাতে চার উইকেট নিয়েছেন এই আফগান।
এদিকে প্রস্তুতি ম্যচে ব্যর্থ হলেও আফগানদের ব্যাটিংয়ের আরেক গুরুত্বপূর্ণ নাম উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। ওডিয়াইতে ৪৫ ম্যাচে রান করেছেন ১৫৮৩। গড়টাও বেশ ভালো। ৩৬.৮১। এছাড়া ১৩ ম্যাচে ২০ উইকেট নেয়া লেগস্পিনার রশিদ খান হতে পারেন টাইগারদের দুশ্চিন্তার কারণ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন