আফগানিস্তানে জঙ্গিদের গুলিতে দুই মার্কিন সেনাসহ নিহত ১৮

আফগানিস্তানে উত্তরাঞ্চলের শহর কুন্দুজে তালেবান জঙ্গিদের গুলিতে দুই মার্কিন সেনাসহ ১৮ জন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী ও আফগান কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার কুন্দুজ জেলা থেকে তালেবান জঙ্গিদের অবস্থান এবং গ্রুপ অপারেশন ব্যাহত করতে আফগান বাহিনীকে সহযোগিতা করার সময় এই গুলির ঘটনা ঘটে। বিবৃতিতে নিহত সেনাদের নাম এবং কোন ইউনিটে কাজ করতো তা বিস্তারিত জানানো হয়নি।
আফগান কর্তৃপক্ষ জানায়, শহরটি থেকে পাঁচ কিলোমিটার দূরে তালেবান জঙ্গিদের সঙ্গে রাতব্যাপী সংঘর্ষ চলে।
তালেবানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মার্কিন বিমান হামলায় অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। নারী ও শিশু নিহত হয়েছে।
কুন্দুজ পুলিশের মুখপাত্র মাহফুজুল্লাহ আকবরি জানান, ১৬ জন বেসামরিক নাগরিকের মৃত্যুতে সাধারণ জনগণ ক্ষোভে ফুঁসে উঠেছে।
মার্কিন সেনাদের এই মৃত্যু শহরটির নিরাপত্তা পরিস্থিতি হুমকির মুখে ফেলেছে। গত মাসে তালেবান বাহিনী শরটিতে প্রবেশ করে। গত বছর তারা শহরটির একটি ক্ষুদ্র অংশ দখল করতে সক্ষম হয়েছিল। গত ১৫ বছর ধরা চলা দীর্ঘ যুদ্ধে শহরটি দখলে নেয়া তালেবানদের সবচেয়ে বড় সাফল্য মনে করা হচ্ছে।
২০১৪ সালে তালেবানের একটি বড় অংশ নির্মূল করার পর মার্কিন বাহিনী আফগানিস্তানে যুদ্ধ সমাপ্ত ঘোষণা করে। তবে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বাহিনী আফগানিস্তানের সেনাবাহিনী ও পুলিশকে সহযোগিতা করছে এবং তালেবান বিরোধী যুদ্ধে অংশগ্রহণ করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন