আফগানিস্তানে দুই মসজিদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২

আফগানিস্তানের দু্টি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। হামলার এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন। শুক্রবার রাজধানী কাবুল এবং ঘোর প্রদেশে এই হামলার ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় কাবুলের পশ্চিমাংশে দাস্ত-ই-বারসি এলাকার ইমাম জামান শিয়া মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৩৯ জন মারা যান। এর কিছু সময় পর গর প্রদেশের একটি সুন্নি মসজিদে বোমা হামলায় ৩৩ জন নিহত হন।
বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে উদ্ধার তৎপরতা শুরু করে। হামলায় ঠিক কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
দেশটির স্বারাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল আলিমাস্ত মোমান্দ এপিকে বলেন, হামলাকারী দ্রুত হেঁটে মসজিদে প্রবেশ করে। প্রবেশ করেই নিজের কাছে থাকা বোমা বিস্ফোরণ ঘটায়।
কাবুলের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, বোমা হামলার পর অন্তত ৭০ জনের মরদেহ ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনও সঠিকভাবে জানা যায়নি।
সূত্:বিবিসি
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন