আফগানিস্তানে ৪৬ জঙ্গি নিহত
আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী নতুন জঙ্গি বিরোধী অভিযান শুরু করেছে। এতে গত ২৪ ঘন্টায় অন্তত ৪৬ জঙ্গি নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘন্টায় আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী (এএনএসএফ) পাঁচটি প্রদেশে সাতটি সন্ত্রাস-বিরোধী অভিযান শুরু করেছে। এতে ৪৬ সশস্ত্র জঙ্গি নিহত ও অপর ২১ জন আহত হয়েছেন।’
অভিযানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্রও উদ্ধার করেছে। তবে নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে তারা কিছু বলেনি।
বিবৃতিতে আরো বলা হয়, নানগরহার প্রদেশের আচিন জেলা, হেরাতের গোরিয়ান জেলা, জাওযানের দারজাব জেলা, উরুজগানের তিরিনকোত জেলা ও সারি পুল প্রদেশের সায়াদ জেলায় অভিযানগুলো চালানো হয়। এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
সূত্র: বাসস ও বার্তা সংস্থা সিনহুয়া
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন