আফগান ক্রিকেটার শাহজাদকে নিষিদ্ধ করলো আইসিসি

এবার ডোপ কেলেংকারিতে ফেঁসে গিয়ে নিষেধাজ্ঞার শিকার হচ্ছেন আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। বৃহস্পতিবার একটি প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শাহজাদ এ বছরের ১৭ জানুয়ারি দুবাইয়ে অবস্থিত আইসিসি একাডেমিতে ডোপ টেস্টের সম্মুখীন হন, এবং পরবর্তীতে সল্ট লেক সিটিতে তার নমুনা পরীক্ষা নীরিক্ষা করা হয় যেখানে ওয়াডার ১.২ ধারা অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত ক্লেনবিউটেরল (Clenbuterol)-এর উপস্থিতি সনাক্ত করা হয়।
আইসিসির এন্টি-ডোপিং কোড অনুযায়ী, শাহজাদ সাময়িকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হবেন, এবং এ নিষেধাজ্ঞা শুরু হবে ২৬ এপ্রিল থেকে। তবে শাহজাদ চাইলে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন, এবং সেক্ষেত্রে তার প্রদত্ত নমুনা পুনঃনিরীক্ষণ করা হবে।
২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটেই ৫৮টি করে ম্যাচ খেলেছেন শাহজাদ। সর্বোচ্চ ১৩১ সহ ওয়ানডেতে তার সংগ্রহ ১,৯০১ রান। অন্যদিকে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত তার রান ১,৭৭৯ আর সর্বোচ্চ ১১৮। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি বর্তমানে চতুর্থ সর্বাধিক রান সংগ্রাহক, এবং এ তালিকায় এমনকি ভারতের বিরাট কোহলির চেয়েও এগিয়ে আছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন