সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আফগান নারী ফুটবলারের ভয়ংকর অভিজ্ঞতা

ইংল্যান্ডে নারী ফুটবলাররা পুরুষ খেলোয়াড়দের সমান পারিশ্রমিক পাওয়ার জন্য লড়াই করছেন। কিন্তু আফগানিস্তানে এ লড়াইটি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে। সেখানে নারীদের জন্য খেলাধুলা করা মোটেই সহজ কাজ নয়। নানাভাবে নারীদের সেখানে নিগৃহীত হতে হয়। আর যখন নারীরা খেলাধূলায় এগিয়ে যান তখন বিষয়টি রীতিমতো বিপজ্জনক হয়ে ওঠে। এমনকি জীবননাশের হুমকিও পেতে হয় অহরহ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট।

আফগানিস্তানে বেতনের জন্য নয়, বেঁচে থাকার জন্যই নারী খেলোয়াড়দের যুদ্ধ করতে হয়। আর প্রতিনিয়ত জীবনের হুমকি উপেক্ষা করে বেঁচে থাকার কথা বর্ণনা করেছেন দেশটির নারী ফুটবলার টিমের সাবেক দলনেতা। সম্প্রতি ইউএন ওম্যান সাইটে অন্য নারীদের কাছে সে ভয়ংকর অভিজ্ঞতার কথা বর্ণনা করেন তিনি।

খালিদা পোপ্যাল আফগান নারী ফুটবল দলের প্রথম দলনেতা। তিনি আফগানিস্তানের পরিস্থিতি বর্ণনা করেন অন্যদের কাছে।

খালিদা বলেন, ‘আফগানিস্তানে নারী ফুটবল দলের সদস্যদের যৌনকর্মী বলা হয়।’ তিনি বলেন, ‘আফগানিস্তানে ফুটবলকে শুধু পুরুষদের জন্য খেলা বলেই ধরা হয়।’ তবে খালিদা বলেন, তার মা তাকে ফুটবল খেলা শিখিয়েছেন। তিনি অবশ্য এটি মজা হিসেবেই শিখিয়েছিলেন। কিন্ত এরপর তিনি এ খেলাটির বিরুদ্ধে পুরুষ এবং নারী উভয়ের কাছ থেকেই বাধা পেয়েছিলেন।

তিনি বলেন, ‘ফুটবল খেলার কারণে আমার শিক্ষক আমাকে ক্লাস থেকেও বের করে দিয়েছিলেন। কিন্তু পুরুষ যদি ফুটবল খেলতে পারে তাহলে নারীরা কেন নয়?’

ছোটবেলা থেকে ফুটবল খেলা অনুশীলন করার পর ২০০৭ সালে খালিদা ফুটবল খেলায় আফগানিস্তান জাতীয় দলের অধিনায়ক হন।

তিনি বলেন, ‘আমি ফূটবলকে আমার অধিকার আদায়ের অস্ত্র হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেই। ফুটবলের মাধ্যমে আমি অন্য নারীদের অধিকার আদায়ে তাদের পাশেও দাঁড়াই।’

তবে নারীদের অধিকার আদায়ের এ পথটি মোটেই সহজ নয় আফগানিস্তানে। বহু নারী ও পুরুষই তাদের বিরূপ দৃষ্টিতে দেখে। এমনকি নারীদের প্রায়ই মানুষ হিসেবেই দেখা হয় না। এ কারণে আফগানিস্তানে নারীদের অধিকার আদায়ের পথটি মোটেই সহজ নয়।

তিনি বলেন, ‘আমাদের চারজন নারী এ জন্য একটি টিম গঠন করেছি। মানুষ আমাদের দিকে পাথর ও ময়লা নিক্ষেপ করে। আমি বহুবার জীবননাশের হুমকিও পেয়েছি।’ আফগানদের সবার আগে বুঝতে হবে নারীরাও মানুষ, এরপর নারীর অধিকারের বিষয়টি আসবে, বলেন তিনি।

ক্রমাগত জীবননাশের হুমকির মুখে ২০১১ সালে আফগান নারী ফুটবল টিম থেকে পালিয়ে যান খালিদা। এখন তিনি ডেনমার্কে বসবাস করছেন। সেখান থেকেই সারা বিশ্বের নারীদের খেলায় উৎসাহী করার জন্য তিনি নানাভাবে প্রচারণা চালাচ্ছেন।

https://youtu.be/mcOlbLEQ3i0

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ