আফ্রিদির ‘যমজ ভাই’?
নাজার মাহমুদ কি আফ্রিদির যমজ ভাই? নাজারকে দেখলে আপনার মনেও এই প্রশ্ন উঁকি দিবে। সেই নাক, সেই চোখ। সেই চুল। যেন আফ্রিদির কার্বন কপি!
আরব আমিরাতে চলমান পিএসএলে আফ্রিদির দল পেশোয়ার জালমির খেলা হলে গ্যালারিতে নিয়মিত দেখা মিলছে নাজারের। পেশায় ট্রাক চালক। সঙ্গে ছোটখাটো ব্যবসাও আছে। শারজায় থাকেন।
‘সবাই বলে আমাকে নাকি আফ্রিদির মতো দেখায়৷ একদিন বন্ধুরা বলল, আফ্রিদির মতো করেই চুল কাটতে। যাতে আরও বেশি বেশি করে আমাদের একরকম দেখতে লাগে। সত্যি সত্যিই তাই হল। চুল কাটার পর থেকে, পথেঘাটে লোকে আমাকে আফ্রিদি ভাবতে শুরু করল! ব্যাপারটায় মজা পেয়ে গেলাম। আরও বেশি করে আফ্রিদির হাঁটাচলা, কথা বলার ধরন খুঁটিয়ে দেখতে লাগলাম৷ নকল করলাম।’
নাজার আরও জানিয়েছেন, ‘আফ্রিদি যেখানে যেখানে খেলতে গেছেন, সেখানেই ছুটে গেছি। কাজের সময় বদলে নেওয়ার দরকার পড়লে তাই করেছি। জানেন, গলি ক্রিকেটে আমিও লেগ স্পিন করি। আফ্রিদির মতো ওতটা বল ঘোরাতে পারি না। তবে চেষ্টা করি। যতটা আমার পক্ষে সম্ভব।’
তিনি যাকে এত নকল করেন, তার সামনে গিয়ে কখনও দাঁড়িয়েছেন? নাজার মাহমুদ জানান, ‘হ্যাঁ, আফ্রিদি ভাই, আমাকে দেখেছেন। হাতও নেড়েছেন। আফ্রিদি যে আমাকে চিনে, এইভাবে হাত নেড়েছেন, তাতে সত্যিই খুশি হয়েছি। জানেন, তারপর থেকে আমার জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। সবাই আমার সঙ্গে এখন সেলফি তুলতে চাইছেন! দারুণ লাগে সব কিছু।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন