আফ্রিদির হতাশা, আফ্রিদির শুভেচ্ছা
বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলা পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দলের পারফরম্যান্সের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। দল সুপার ফোরে কোয়ালিফাই করতে না পারায় হতাশা ফুটে উঠেছে তার টুইটার বার্তায়। পাশাপাশি বাংলাদেশী ক্রিকেটপ্রেমীদের শুভেচ্ছা জানিয়েছেন।
রোববার লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইটান্স ঢাকা ডায়নামইটসকে পরাজিত করার পরই নিশ্চিত হয় রংপুরের বাদ পড়া। চিটাগং ও রাজশাহীর সাথে সমান ১২ পয়েন্ট নিয়েও রান রেটের ব্যবধানে সেরা চার দলের মধ্যে থাকতে পারেনি পদ্মাপাড়ের দলটি।
বিদায় নিশ্চিত হওয়ার পরই টুইটারে তার প্রতিক্রিয়া জানান দলের সবচেয়ে বড় তারকা শহিদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক টুইটারে লেখেনে, ‘চমৎকার একটি পথ চলা ছিল রংপুর রাইডার্সের সাথে। কোয়ালিফাই করতে না পারায় হতাশ, তবে আমরা সবাই সর্বোচ্চ চেষ্টা করেছি’।
এর কয়েক মিনিট পর দেয়া আরেকটি টুইটার পোস্টে আফ্রিদি লিখেছেন, ‘সমর্থন ও ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ। আশাকরি আগামী বছর আবারো আসবো এবং বাংলাদেশের উৎসাহী দর্শকদের জন্য পারফর্ম করবো’।
লিগ পর্বের শেষে এবারের বিপিএলে দ্বিতীয় দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি আফ্রিদি(১৭), পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১১৯ রান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন