আফ্রিদিসহ বিশ্ব একাদশে আশরাফুলের সতীর্থ হয়েছেন যারা

এখনো ক্রিকেট দুনিয়ায় বড় নাম আশরাফুল। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে কেবল এই আসরে ডাক পেয়েছেন তিনি। কাতারের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে বিশ্ব একাদশের হয়ে মাঠে নামবেন তিনি।
১৬ ডিসেম্বর দিবসটিতে কাতার একাদশের বিপক্ষে শহীদ আফ্রিদির নেতৃত্বে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি টি-টোয়েন্টি, একটি ওয়ানডে। আশরাফুল ওয়ানডে ম্যাচে খেলবেন।
গালফ টাইমস জানায়, আফ্রিদির সঙ্গে তার সতীর্থ শহীদ আজমলও থাকবেন। থাকবেন জেরম টেলর, ইউসুফ পাঠান, মোহাম্মদ কাইফের মতো তারকারা। বিশ্ব একাদশের কোচ থাকবেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার পল নিক্সন। টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন আমির সোহাইল।
অন্যদিকে কাতার একাদশের হয়ে খেলবেন পাকিস্তানের আব্দুল রাজ্জাক, মোহাম্মদ ইরফান এবং কামরান আকমলের মতো তারকারা। ১৬ তারিখ টি-টোয়েন্টি হওয়ার পর ১৮ ডিসেম্বর হবে ওয়ানডে ম্যাচটি। দুটি ম্যাচই হবে এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে।
বিশ্ব একাদশ:
শহীদ আফ্রিদি, সালমান বাট, আব্দুর রাজ্জাক, শোয়েব মকসুদ, কামরান আকমল, উমর আকমল, মোহাম্মদ সামি, সাঈদ আজমল, ফাওয়াদ আলম, ইউসুফ পাঠান, মোহাম্মদ কাইফ, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ শরীফ, জেরোম টেলর, কেসরিক উইলিয়ামস, লক্ষীপতি বালাজি, ফারভিজ মারুফ, চামিন্দা ভাস, হার্শেল গিবস, ইমরান তাহির, নওরোজ মঙ্গল, লিয়াম প্লাঙ্কেট।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন