আফ্রিদি, গেইলসহ বিদেশিরা কে কোন দলে?
বিপিএলের নিলামে অন্যতম আকর্ষণ ছিল বিদেশি খেলোয়াড়রা কে কোন দলে যাচ্ছেন। ১৪৭ জন বিদেশি খেলোয়াড় নাম নিবন্ধন করলেও বৃহস্পতিবার মাত্র ১৯ জনকে দলে নিয়েছে ছয়টি ক্লাব। এঁদের মধ্যে সবচেয়ে বেশি খেলোয়াড় পাকিস্তানের, সাতজন।
পাকিস্তানের তারকা স্পিনার সাঈদ আজমলকে নিয়েছে চিটাগাং ভাইকিংস। বিপিএলের তৃতীয় আসরে পাকিস্তানের বাকি ছয় খেলোয়াড়ের ‘ঠিকানা’ এ রকম—ঢাকা ডায়নামাইটসে পেসার সোহেল খান ও ব্যাটসম্যান শাহজেইব হাসান, রংপুর রাইডার্সে পেসার ওয়াহাব রিয়াজ, বরিশাল বুলসে পেসার মোহাম্মদ সামি ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিম এবং সিলেট সুপারস্টার্সে পেসার সোহেল তানভীর।
বিদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচজন শ্রীলঙ্কান। কুমিল্লা ভিক্টোরিয়ানস ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে ও পেসার নুয়ান কুলাসেকারাকে, চিটাগাং ভাইকিংস অলরাউন্ডার জীবন মেন্ডিসকে, রংপুর স্পিনার সচিত্রা সেনানায়েকেকে এবং বরিশাল বুলস অলরাউন্ডার সিক্কুগে প্রসন্নকে নিয়েছে।
ইংল্যান্ডের চার ক্রিকেটারের মধ্যে ড্যারেন স্টিভেন্স কুমিল্লা ভিক্টোরিয়ানসে, ডেভিড ম্যালান ঢাকা ডায়নামাইটসে এবং জশ কব ও ক্রিস জর্ডান খেলবেন সিলেট সুপারস্টার্সের হয়ে।
এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলকে কুমিল্লা, আফগানিস্তানের মোহাম্মদ নবীকে রংপুর এবং দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসেনকে চট্টগ্রাম নিয়েছে।
চট্টগ্রাম পাকিস্তানের মোহাম্মদ আমির ও উমর আকমল, শ্রীলঙ্কার চামারা কাপুগেদারা আর জিম্বাবুয়ের এলটন চিগম্বুরাকে, বরিশাল ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও কেভন কুপার আর জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলরকে।
সিলেট পাকিস্তানের শহীদ আফ্রিদি, ইংল্যান্ডের রবি বোপারা, অস্ট্রেলিয়ার ব্র্যাড হগ ও শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিসকে এবং রংপুর ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন সামি, শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও লেন্ডল সিমন্সকে দলে নিয়েছে।
নিলামের বাইরেই অবশ্য বেশির ভাগ বিদেশি ক্রিকেটারের দল ঠিক হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিদেশি সংগ্রহ বেশ ভালো। পাকিস্তানের শোয়েব মালিক ও আহমেদ শেহজাদ এবং ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন ও মারলন স্যামুয়েলসকে নিয়েছে বিপিএলে প্রথমবারের মতো খেলতে আসা কুমিল্লা।
এ ছাড়া ঢাকা ডায়নামাইটসে খেলবেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, পাকিস্তানের মোহাম্মদ ইরফান ও ইয়াসির শাহ এবং নেদারল্যান্ডসের রায়ান টেন ডুশকাটে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন