আবদুল্লাহ হত্যার প্রধান আসামি মোতাহার নিহত
কেরানীগঞ্জে শিশু আবদুল্লাহ হত্যার প্রধান আসামি মোতাহার ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার ভোরে এই ঘটনা ঘটে।
এর আগে ২ ফেব্রুয়ারি কেরানীগঞ্জের মুগার চর এলাকা থেকে গত অপহৃত শিশু আব্দুল্লাহর (১১) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করে রিমান্ডে নেয় পুলিশ।
গত ৩০ জানুয়ারি শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের মুগার চর এলাকা থেকে তাকে অপহরণ করে অপহরণকারীরা। গত ২৯ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের পর মাঠে খেলতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় আবদুল্লাহ। এরপর সে আর বাড়ি ফেরেনি। ওই দিনই সন্ধ্যায় অপহরণকারীরা মুঠোফোনে খুদেবার্তার মধ্যেমে আবদুল্লাহর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
২ ফেব্রুয়ারি দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাদের বাড়ি থেকে মাত্র ১০০ গজ পশ্চিমে একটি বাড়িতে প্লাস্টিকের ড্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ও র্যাব সদস্যরা। ওই বাড়িটি আবদুল্লাহর মায়ের বড় মামা মোতাহার হোসেনের।
ঘটনার পর থেকে মোতাহার হোসেন পলাতক রয়েছেন। এ ঘটনায় মোতাহারের ছেলেসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন