আবরো বেঁচে গেলেন শাহরুখ -সলমন!

এযাত্রায় বেঁচে গেলেন দুই খানই। শাহরুখ ও সলমনের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে এফআইআর করার আর্জি খারিজ করে দিল দিল্লির নগর দায়রা আদালত।
বিগ বস-৯ এর সেটে মন্দিরের মধ্যে জুতো পরে ঢুকেছিলেন শাহরুখ ও সলমন খান। আর এতেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে এই ছিল তাঁদের বিরুদ্ধে অভিযোগ।
বিচারক এফআইআরের আর্জি খারিজ করলেও অভিযোগকারীকে তার আভিযোগের সপক্ষে তথ্য প্রমাণ আদালতে পেশ করার অনুমতি দিয়েছেন।
আসলে, বিগ বস-৯ এর পরিচালক ভেবেছিলেন, শাহরুখ-সলমন যেহেতু বহুদিন পর একসঙ্গে কোনও অনুষ্ঠানে একই ফ্রেমে আসছেন তাই তাদের একটা কালী মন্দিরে মিলন ঘটাতে। ঠিক যেরকম হয়েছিল, তাঁদের অভিনীত ছবি ‘করণ-আর্জুন’-এ তাঁদের পুনর্জন্মের পরে।
পুলিশ জানিয়েছে যে চ্যানেলের তরফ থেকে তাদের জানানো হয়েছে যে, গোটা ব্যাপারটা কোনও ভাবেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিপ্রায় নিয়ে করা হয়নি। এটাছিল কেবলই বিনোদনের উদ্দেশ্যে। এবং শুটিংটাও কোনও মন্দিরে হয়নি, হয়েছিল স্টুডিওর সেটে তৈরী নকল মন্দিরে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন