অবশেষে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন সাব্বির-মাশরাফি !

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পথে থেকে হারের স্বাদ পেতে হয় বাংলাদেশকে। ৫৩ বলে ছয় উইকেট হাতে নিয়ে ৩৯ রান করতে উল্টো হেরে যায় ২১ রানে। তাই দ্বিতীয় ম্যাচে মরিয়া হয়েই মাঠে নেমছিল টাইগাররা। তবে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে লক্ষ্যটা খুব বড় দিতে পারেনি বাংলাদেশ।
২৩৯ রানের সাদামাটা লক্ষ্যের শুরুতেই তুলে নেন চার উইকেট। তবে বাংলাদেশের জয়ের পথে বড় বাঁধা হয়ে দাঁড়াতে চেয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ছয় ব্যাটসম্যানকে আউট করা সম্ভব হলেও বেশ ঠান্ডা মেজাজে ম্যাচটিকে বের করে নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত তাসকিনের কাছে হার মানতে হয় তাকে। আর তাসকিনের বলে আউট হওয়ার পর মাশরাফিদের বুনো উল্লাস দেখে মেজাজ ধরে রাখতে পারেননি বাটলার।
মাঠেই মাহমুদুউল্লাহদের দিকে তেড়েফুঁড়ে গিয়েছিলেন তিনি। কারণ বাটলারের গুরুত্বপূর্ণ উইকেট পড়ার কারণে জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। রিভিউর সিদ্ধান্ত পক্ষে যাওয়ায় একটু বেশিই আনন্দিত হয়ে পড়ে টাইগাররা। বিশেষ করে সাব্বির রহমান। বাদ যাননি মাশরাফিও।
ফলে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাব্বির রহমান। উভয় খেলোয়াড়ের এক রেটিং পয়েন্ট করে কাটা হতে পারে। বিসিবির এক সূত্র থেকে এমন তথ্যই জানা গেল।
এদিকে আইসিসির নিয়ম বলছে, আগামী ২৪ মাসের মধ্যে আরও এক পয়েন্ট কাটা গেলে কমপক্ষে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞায় থাকতে হতে পারে মাশরাফি-সাব্বিরের।
উল্লেখ্য, আফগানিস্তান সিরিজেও আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ায় দুই পয়েন্ট কর্তন করা হয় সাব্বিরের।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন