আবারও আইনি নোটিশ হৃত্বিকের কাছে

আইনি নোটিশ যেন পিছ্ইু ছাড়ছে না বলিউড তারকা হৃত্বিক রোশনের। গত কিছুদিন ধরেই অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে আইনি লড়াই চলে আসছিল। এ নিয়ে একে অপরকে কাঁদা ছোঁড়াছুঁড়ি কম হয়নি। অবশ্য এ দুজনের মধ্যে লড়াই এখন কিছুটা ক্ষান্ত হয়েছে। আর সেই স্বস্তিতেই বোধ হয় সুপার হিরো দিন কাটাচ্ছিলেন।
কিন্তু সেটা আর হলো কোথায়। আবারও একই বিষয়ে আইনি নোটিশ পেলেন হৃত্বিক। অবশ্য এবার কঙ্গনার কাছ থেকে নয়। আইনি নোটিশ পাঠিয়েছেন খ্রিস্টান ধর্মালম্বিদের পক্ষ থেকে। হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, হৃতিকের একটি টুইটকে কেন্দ্র করে ফের শুরু হয়েছে আইনি ঝামেলা।
গেল জানুয়ারি মাসে করা একটি টুইটে হৃত্বিক খ্রিস্টান ধর্মালম্বিদের প্রধান নেতা ‘পোপ’কে জড়িয়ে একটি মন্তব্য করেছিলেন। যা প্রায় দুই মাস পরে এসে কাল হল তার জন্য।
ওই টুইটে হৃত্বিক তিনি লিখেছেন, যেসব নারীদের সঙ্গে জড়িয়ে মিডিয়ায় তার নাম ছড়ানো হচ্ছে, তাদের চেয়ে পোপের সঙ্গে জড়ালে তিনি খুশি হতেন! হৃতিকের এমন মন্তব্যের প্রায় দুই মাস পর কান খাড়া করেছেন সর্বভারতীয় খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান আব্রাহাম মাথুই।
তিনিই হৃত্বিকের বিরুদ্ধে আজকে আইনি নোটিশ পাঠিয়েছেন। তার বিরুদ্ধে আনলেন ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ। সে সঙ্গে আইনি নোটিশে হৃতিককে বলা হয়েছে, পোপকে জড়িয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য আগামী সাতদিনের মধ্যে ক্ষমা চাইতে। আর তা না হলে তার বিরুদ্ধে আরো কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন