আবারও ইতালি নাগরিককে গুলি!
এবার দিনাজপুরে ইতালির এক নাগরিককে গুলি করেছে দৃর্বুত্তরা। শহরের বিআরটিসি বাসস্ট্যান্ডের সামনে বুধবার সকাল পৌনে আটটার দিকে এই ঘটনা ঘটে।
তবে পুলিশ সদরদপ্তর থেকে দাবি করা হয়েছে, তাকে পেছন থেকে ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতাল সূত্র বলছে, তার ঘার ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেটা গুলি না ছুরির আঘাত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি।
গুরুতর আহত এই ইতালীয় নাগরিকের নাম ডা. পিয়েরে পিচস (৫০)। তাকে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্মযাজক ও চিকিৎসক পিয়েরে বিআরটিসি বাস কাউন্টারসংলগ্ন সুইহারী মিশনের ফাদার ছিলেন। সেখানে তিনি ১২ বছর ধরে কর্মরত। ওই মিশনে থেকে ধর্ম প্রচারের পাশাপাশি অসহায় রোগীদের চিকিৎসা করতেন তিনি।
কোতোয়ালি থানার ওসি এ কে এম খালেকুজ্জামান জানান, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ওই ইতালীয় নাগরিককে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়। তার ঘাড়ে গুলি লেগেছে। তবে কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে এ সম্পর্কে ওসি কিছু জানাতে পারেননি।
এর আগে ঢাকার গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালীয় নাগরিক তাবেলা সিজার। এছাড়া রংপুরে দুর্বৃত্তদের গুলিতে মারা যান জাপানি নাগরিক হোসি কোনিও। এই দুই ঘটনার পর বাংলাদেশে থাকা বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করা হয়। এর মধ্যেই ঘটলো আরেকটি ঘটনা।
এই সংক্রান্ত আরো সংবাদ
যেখানেই অসহায় মানুষের আর্তনাদ, সেখানেই তরুণ সোহেলের হাত!
আবু রায়হান মিকাঈল: কেউ স্বার্থপর হয়ে সুখী, কেউ স্বার্থ বিলিয়েবিস্তারিত পড়ুন
দিনাজপুরে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১
দিনাজপুরের খানসামায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এবিস্তারিত পড়ুন
মৃতের সংখ্যা বেড়ে ১৪ঃ দিনাজপুরে বয়লার বিস্ফোরণে
দিনাজপুরে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার রাতেবিস্তারিত পড়ুন