আবারও এক ছবিতে শাহরুখ-সালমান!
কিছুটা বিস্ময় জাগানিয়া খবরই বটে। আবারও একসঙ্গে অভিনয় করতে চলেছেন বলিউডের রুপালি পর্দার দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান। এর আগে তারা করন-অর্জুন, কুচ কুচ হোতা হ্যায় ও হাম তোমহারে সনম ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। এরপর আর তেমন করে দুজনকে একসঙ্গে কোথাও পাওয়া যায়নি।
তবে এই তারকাদের ভক্তদের জন্য এবার রইলো খুশির খবর। কারণ দীর্ঘদিন পর একসঙ্গে নাচতে দেখা যাবে শাহরুখ-সালমানকে। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আনন্দ এল রায়ের নাম ঠিক না হওয়া একটি ছবিতে কাজ করছেন শাহরুখ খান। আগামী ৪ জুলাই যশরাজ ফিল্ম স্টুডিওতে সেই ছবির একটি গানের শুটিং হবে।
গানটিতে শাহরুখের সঙ্গে নাচবেন সালমান খানও। গানটি কোরিওগ্রাফার রিমো ডি সুজা জানান, বেশ জাকজমকপূর্ন সেটে দৃশ্যায়ন হবে গানটির। কারণ ছবিটির গল্পে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে গানটি।
এর আগে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সালমান খানের ‘টিউবলাইট’ ছবিটিতে একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে শাহরুখ খানকে। এবার তাই শাহরুখের ছবিতে নেচে বোধহয় বন্ধুত্বের নতুন উদাহরণ দিতে চাইছেন সালমান।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













