আবারও এক ম্যাচ নিষিদ্ধ মরিনহো
গত মাসে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে হারে চেলসি। ওই ম্যচে হারের পর আচরণবিধি ভঙ্গের অভিযোগ ওঠে দলটির কোচ হোসে মরিনহোর বিরুদ্ধে। আর এজন্যই এক ম্যাচের জন্য স্টেডিয়ামে নিষেধাজ্ঞা পেয়েছেন পর্তুগিজ এই কোচ। পাশাপাশি ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) কতৃক ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে স্ব-ঘোষিত এই নাম্বার ওয়ানকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে বাজে পারফর্মের কারণে প্রায় খাদের কিনারায় চলে এসেছে চেলসি। দলের এই বিপর্যয়ের জন্য বেশ চাপেই রয়েছেন বিশ্বের অন্যতম সেরা কোচ মরিনহো। এমনিতেই দলের বাজে পরিস্থিতির জন্য চাকুরী হারানোর শঙ্কায় রয়েছেন মরিনহো। তার উপর আচরণবিধি ভঙ্গের কারণে আবারও নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা পর্তুগিজ কোচের জন্য দুঃসংবাদই বটে।
আচরণবিধি ভঙ্গের কারণে কয়েকদিন আগেও আর্থিক জরিমানাসহ ডাগআউট নিষেধাজ্ঞা পেয়েছেন মরিনহো। এবার দায়িত্বহীন আচরণের জন্য তার এই শাস্তিতে বেশ অসন্তুষ্ট হতে পারেন ক্লাবটির কর্তাব্যক্তিরা। নতুন এই শাস্তির জন্য আগামী শনিবার লিগে ব্রিটানিয়ান স্টেডিয়ামে ডাগআউটে দেখা যাবে না মরিনহোকে।
চলতি মৌসুমে নিজেদের ১১ ম্যাচের ছয়টিতেই হেরেছে চেলসি। জয় পেয়েছে তিনটিতে আর ড্র করেছে দুটি। ক্যাপিটাল ওয়ান কাপে হারার পর সর্বশেষ লিভারপুলের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরেছে ব্লুজরা। দলের এমন বিপর্যয়কালীন সময়ে ইতিবাচক ফলাফলের জন্য শনিবারের ম্যাচটি বর্তমান চ্যাম্পিনদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কোচের অনুপস্থিতিতে চেলসি খারাপ করলে আরও চাপে পড়তে পারেন মরিনহো।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন