আবারও এপিবিএন অফিসারের ফোনে হামলার হুমকি, বিমানবন্দরের নিরাপত্তা জোরদার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে হামলার হুমকির বার্তা দেওয়া হয়েছে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়। তবে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) রাত ১১টায় এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানবন্দরে হুমকির বার্তা পাঠানো হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, “একটি অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আমরা আবারো আরেকটি সম্ভাব্য হুমকির বার্তা পেয়েছি। বার্তা পেয়েই নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক আছে। আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।”
এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রোম থেকে ঢাকায় আসার পথে বিমানের একটি ফ্লাইটে বিস্ফোরক দ্রব্য বা বোমা থাকার বার্তা দেওয়া হয়। ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে। পরে পুরো প্লেনে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্লেনে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি।
বিমানে ওই বিস্ফোরক থাকার বার্তাটি পাকিস্তানি নম্বর থেকে বিমানবন্দর এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে এসেছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর
রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমন্বয়কবিস্তারিত পড়ুন
জিএম কাদের: জাতীয় পার্টি নব্য ফ্যাসিবাদের শিকার
জাতীয় পার্টি নব্য ফ্যাসিবাদের শিকার বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
সুন্দরবনে থামছে না হরিণ শিকার
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের হরিণ শিকারে মেতে উঠেছে কয়েকটি চক্র।বিস্তারিত পড়ুন