আবারও কলঙ্কের দাগ আফগান ক্রিকেটে !

গুলি-বোমার শব্দে যে দেশের মানুষের ঘুম ভাঙে; সেই দেশটিই এখন আন্তর্জাতিক ক্রিকেটে তরতর করে এগিয়ে যাচ্ছে। ভারতে থেকে প্র্যাকটিস করে ইতিমধ্যেই ‘জায়ান্ট কিলার’ খ্যাতি পেয়েছে তারা। অতি শিগগিরই টেস্ট মর্যাদাও পেয়ে যেতে পারে মোহাম্মদ নবি-রশিদ খানদের দল আফগানিস্তান। কিন্তু এমন মুহূর্তে একের পর এক দুঃসংবাদ আসছে দেশটির ক্রিকেটাঙ্গনে। অখেলোয়াড়সুলভ আচরণে আবারও নিষেধাজ্ঞার কবলে পড়লেন তিন আফগান ক্রিকেটার।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞার কবলে পড়া ওই তিন ক্রিকেটার হলেন নাজিবুল্লাহ তারকাই, নূরুল হক মালিকজাই এবং আফতাব আলম। এর মধ্যে নাজিবুল্লাহর অপরাধ একটু বেশি। তার বিরুদ্ধে ব্যাট দিয়ে আঘাত করে সতীর্থ ফরিদ মালিকের নাক ভেঙে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ জন্য তাকে ১০ মাস ক্রিকেটের বাইরে থাকতে হবে। এ ছাড়া অখেলোয়াড়সুলভ আচরণের জন্য আফতাব আলমকে ৪ মাস এবং নূরুল হক মালিকজাইকে ২ নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ শাহজাদকে সাময়িকভাবে নিষিদ্ধও ঘোষণা করে আইসিসি। চলতি বছরের ১৭ জানুয়ারি দুবাইয়ের আইসিসি একাডেমিতে ডোপ টেস্টের সম্মুখীন হন ২৯ বছর বয়সী শাহজাদ। পরবর্তীতে সল্ট লেক সিটিতে তার রক্তের নমুনায় নিষিদ্ধ ড্রাগ ‘ক্লেনবিউটেরল’ এর উপস্থিতি পাওয়া যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন