আবারও চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন দিতি
আজ মঙ্গলবার অভিনেত্রী দিতিকে আবারও চিকিৎসার জন্য ভারতে নেওয়া হচ্ছে। সেখানকার চেন্নাইয়ের একটি হাসপাতালে দিতিকে ভর্তি করা হবে। সঙ্গে যাবেন দিতির মেয়ে লামিয়া চৌধুরী। গত ২৯ অক্টোবর রাতে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের পরামর্শেই দিতিকে ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দিতির পরিবার।
স্কয়ারে ডা. রেজাউর সাত্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন দিতি। ডা. সাত্তার বলেন, ‘রোগীর অবস্থা খুব খারাপ নয়। সবাই দোয়া করবেন, তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে তাড়াতাড়ি ফিরে আসবেন।’
এর আগে জুলাই মাসে চেন্নাইতে মস্তিষ্কে অস্ত্রোপচারের সময় সেখানে উপস্থিত ছিলেন পরিচালক মুশফিকুর রহমান গুলজার। আজ দিতিকে বিদেশে পাঠানোর আগে পরিচালক গুলজার বলেন, ‘এর আগে দিতি যখন চেন্নাইয়ে ছিলেন তখন আমিও ছিলাম। আসলে যে জায়গায় তাঁর অপারেশন হয়েছিল সেখানে কিছুটা পানি জমে গিয়েছিল, স্কয়ারের ডা. সাত্তারের তত্ত্বাবধানে দিতির চিকিৎসা হচ্ছিল, তিনিই চেন্নাইয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।’
চলতি বছরের মাঝামাঝি সময়ে দিতি ব্রেন টিউমারে আক্রান্ত হন। এরপর তাঁকে চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে যাওয়া হয়। গত ২৯ জুলাই চেন্নাইয়ের ‘মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে’ অভিনেত্রী দিতির মস্তিষ্কে টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচারের পর ২০ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন দিতি। ঢাকায় ফেরার পর, মাস না গড়াতেই আবার অসুস্থ হয়ে পড়েন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন